Site icon suprovatsatkhira.com

কালিগঞ্জ থানা পুলিশের অভিযানে নিখোঁজের ১৪ দিন পর ভিকটিম উদ্ধার

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে নিখোঁজের ১৪ দিনপর সন্তানসহ সালমা পারভীন (২৮) নামে এক গৃহবধূকে উদ্ধার করেছে পুলিশ। ওই গৃহবধূ উপজেলা বিষ্ণুপুর ইউনিয়নের মুকুন্দপুর গ্রামের আব্দুস সবুর গাজীর মেয়ে ও একই ইউনিয়নের ফরিদপুর গ্রামের বাবলু মোড়লের স্ত্রী। থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৩ ডিসেম্বর সালমা পারভীন (২৮) পারিবারিক কলহের জেরধরে কাউকে কিছু না জানিয়ে সজীব (০৫) নামে একমাত্র সন্তানকে নিয়ে নিখোঁজ হয়। এরপর সালমা পারভীন’র পিতা আব্দুস সবুর গাজী গত ২৯ ডিসেম্বর বাদী হয়ে কালিগঞ্জ থানায় (ডায়রী নং- ১১৩২ ) সাধারণ ডায়রী করেন। পরবর্তীতে কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জামিরুল ইসলাম জামি’র নির্দেশে থানা অফিসার ইনচার্জ মো: দেলোয়ার হুসেন, উপ-পরিদর্শক চিন্ময় মন্ডলসহ পুলিশ সদস্যরা মোবাইল ফোন ট্রাকিংয়ের মাধ্যমে রবিবার (৫ জানুয়ারি) সকাল ৯ টার দিকে দেবহাটা উপজেলা সখিপুর এলাকার সাবেক ইউপি সদস্য আব্দুর রাজ্জাকের বাড়ি থেকে তাদের দু’জনকে উদ্ধার করেন। পরে উদ্ধারকৃত ভিকটিম সালমা পারভীন এবং তার সন্তানকে আব্দুস সবুরের জিম্মায় দিয়েছেন থানা পুলিশ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version