Site icon suprovatsatkhira.com

কালিগঞ্জ উপজেলা সমাজসেবা অধিদপ্তরের প্রধান সহকারী মিলন অধিকারী আর নেই

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলা সমাজসেবা অধিদপ্তরের প্রধান অফিস সহকারী মিলন কুমার অধিকারী (৫৭) পরলোক গমন করেছেন। সোমবার দিবাগত রাত সাড়ে ৭ টার দিকে তিনি হৃদ্রোগে আক্রান্ত হয়ে উপজেলার কুশুলিয়া গ্রামের রথখোলা এলাকায় নিজস্ব বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার দুপুরে কুশুলিয়া গুন্ধির মোড় শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়। প্রধান অফিস সহকারী মিলন কুমার অধিকারীর মৃত্যুর খবর পেয়ে জেলা সমাজসেবা অধিদপ্তরের ডেপুটি ডিরেক্টর দেবাশীষ সরকার, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মো. রোকন উজ জামান, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সাঈদ মেহেদী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জেসিয়া জামানসহ সকল অফিস স্টাফ, সাতক্ষীরা সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা রফিকুল ইসলাম তার বাড়িতে যেয়ে শোক জ্ঞাপন করেন এবং শোকাহত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক রাসেল মিলন কুমার অধিকারীর বাসভবনে যেয়ে পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। প্রসঙ্গত, মিলন কুমার অধিকারী কয়েকদিন পূর্বে হৃদ্রোগে আক্রান্ত হয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সুস্থ হওয়ার পর গত সপ্তাহ থেকে অফিসে দায়িত্ব পালন শুরু করেন। এমনকি সোমবার তিনি অফিসের দায়িত্ব যথাযথ ভাবে পালন শেষে বাড়িতে ফেরার কিছুক্ষণ পর আকস্মিক হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন। মিলন কুমার অধিকারী দক্ষিণ শ্রীপুর কুশুলিয়া স্কুল অ্যান্ড কলেজের সাবেক শিক্ষক কুশুলিয়া গ্রামের প্রয়াত বিমল অধিকারীর জ্যেষ্ঠ পুত্র।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version