জানুয়ারি ১৬, ২০২০
কালিগঞ্জে শিক্ষক শেখ শাহাবুদ্দীন আর নেই
![]() নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জের রতনপুর তারকনাথ বিদ্যাপীঠের অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক ও মহিষকুড় গ্রামের বাসিন্দা শেখ শাহাবুদ্দীন (৭৫) আর নেই। বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে বার্ধক্যজনিত কারণে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী ১ ছেলে, ৪ মেয়ে, স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বাদ আসর রতনপুর ফুটবল ময়দানে অনুষ্ঠিত মরহুমের জানাজায় ছাত্র, শিক্ষক, জনপ্রতিনিধিসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। শেখ শাহাবুদ্দীন যশোর এমএম কলেজের সাবেক অধ্যক্ষ বিশিষ্ট শিক্ষাবিদ বীর মুক্তিযোদ্ধা শেখ আবুল হোসেন ও ডিআরএম ইউনাইটেড আইডিয়াল কলেজের অধ্যক্ষ শেখ আবুল বাশারের ভগ্নিপতি। জনপ্রিয় এই শিক্ষকের মৃত্যুতে তার ছাত্রছাত্রী, সহকর্মীসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে গভীর শোক জ্ঞাপন ও মরহুমের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করা হয়েছে। 6,208,647 total views, 3,778 views today |
|
|
|