Site icon suprovatsatkhira.com

কালিগঞ্জে মোসলেম হত্যাসহ আটটি নাশকতা মামলার আসামি গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

ডেস্ক রিপোর্ট: কালিগঞ্জের আওয়ামী লীগ নেতা ও মানবাধিকার কর্মী মোসলেম আলী হত্যা ও ফতেপুরের সংখ্যালঘুদের বাড়ি পোড়ানোসহ আটটি নাশকতা মামলার আসামি আব্দুল কাদের হেলালী ও তার সহযোগীদের নাশকতার পরিকল্পনা প্রতিরোধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে বিষ্ণুপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও যুবলীগের উদ্যোগে মুকুন্দ মধুসুধনপুর চৌমুহুনী বাজারে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য দেন বিষ্ণুপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল হক , সাধারণ সম্পাদক নিরঞ্জন পাল বাচ্চু, বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান শেখ রিয়াজউদ্দিন, আওয়ামী লীগ নেতা রাশেদ ঢালী, ইউনিয়ন যুবলীগ সভাপতি শাহ আলম সাবেক সভাপতি শেখ ছিদ্দিকুর রহমান, প্রমুখ। বক্তারা বলেন, নয় বছরে দাখিল পাশ করেন দারুল উলুম চৌমুহুনী ফাজিল মাদ্রাসার এক সময়কার অধ্যক্ষ আব্দুল কাদের হেলালী। স্বাধীনতা দিবস উপলক্ষে মঞ্চস্ত হুজুরে কেবলা নাটকে মহানবীকে কটূক্তি সংক্রান্ত গুজব তৈরি করে ২০১২ সালের ৩১ মার্চ ফতেপুর গ্রামের শিক্ষক মিতা রানী বালা, লক্ষীপদ মÐলসহ বিভিন্ন বাড়িতে অগ্নিসংযোগ ও লুট পাটের মামলায় ওই বছরের ৩০ সেপ্টেম্বর জেল হাজতে যান। এ ছাড়া তিনি ২০১২ সালের ৩১ মার্চ আব্দুল হাকিম এর বাড়ি ভাঙচুর , ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ, ফতেপুর হাইস্কুল ও প্রাইমারি স্কুলে ভাঙচুর মামলার চার্জশীটভুক্ত আসামি। এ ছাড়া তিনি বিষ্ণুপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও মানবাধিকার কর্মী মোসলেম আলী হত্যা মামলার আসামি। বর্তমানে হেলালী ও তার সহযোগীরা উপজেলা চেয়ারম্যানের নাম ভাঙিয়ে ইউনিয়ন আওয়ামী লীগের নেতা কর্মীদের বিরুদ্ধে নাশকতার পরিকল্পনা করে এলাকায় নতুন করে অসন্তোষ সৃষ্টি করতে চাইছেন। এটা মেনে নেওয়া হবে না। অবিলম্বে হেলালী ও তার সহযোগীদের গ্রেপ্তার করে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে হবে। জানতে চাইলে আব্দুল কাদের হেলালী বলেন, তিনি যাতে বৈধভাবে মাদ্রাসার সুপার হিসেবে যোগদান না করতে পারেন সেজন্য একটি মহল ষড়যন্ত্র করে চলেছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version