Site icon suprovatsatkhira.com

কালিগঞ্জে বাল্য বিবাহ রোধে উপজেলা প্রশাসনের ব্যতিক্রমী উদ্যোগ

কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে কালিগঞ্জ অফিসার্স ক্লাবে ইউএসএআইডি’র ‘নবযাত্রা’ জেন্ডার কম্পোনেন্টের উদ্যোগে “ আঠারোর আগে বিয়ে নয়; উপজেলা পর্যায়ে গণ সমাবেশ ও মুক্ত আলোচনা” অনুষ্ঠিত হয়। গণ সমাবেশে সভাপতিত্ব করেন ও শুভেচ্ছা বক্তব্য দেন মো: মোজাম্মেল হক রাসেল। প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকারের উপপরিচালক হাসাইন শওকত বলেন, কালিগঞ্জ উপজেলায় আজ হতে ০৬ বছর আগে সম্পূর্ণ বাল্য বিবাহমুক্ত ঘোষণা করা হলেও এখনও নানা ভাবে বাল্য বিবাহ হয়ে থাকে এবং এ উপজেলায় ৭৪ শতাংশ বাল্য বিবাহ হয়ে থাকে যা আমাদের জন্য দুর্ভাগ্যজনক। নোটারি পাবলিকের মাধ্যমে কোর্টে দেয়া বিয়ে বৈধ নয়। ইত মধ্যে সাতক্ষীরা জেলা প্রশাসন এসব বিষয়কে আইনের আওতায় এনে শাস্তি প্রদানের কাজ শুরু করেছে। আর এত বিশাল সংখ্যার এই বাল্য বিবাহ শুধু কোর্টের মাধ্যমেই হয় না বরং স্থানীয়ভাবে অনেকেই এর সাথে সম্পৃক্ত রয়েছেন যাদেরকে এসমস্ত কাজ থেকে দূরে থাকার অনুরোধ করেছেন। কালিগঞ্জ উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী বলেন অপরাধীকে তার শাস্তি পেতেই হবে। উপজেলা প্রশাসন উপজেলা পরিষদ এ ব্যাপারে কাউকেই সহায়তা করবে না। সমাবেশে নবযাত্রার কার্যক্রম তুলে ধরেন আশীষ কুমার হালদার। বাল্য বিবাহ নিরোধ আইন ২০১৭ এবং আমাদের করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা উপস্থাপনের মাধ্যমে অংশগ্রহণকারীদের বাল্য বিবাহ বন্ধে একযোগে কাজ করতে অনুরোধ করেন ডি এফওএম আশিক বিল্লাহ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version