Site icon suprovatsatkhira.com

কালিগঞ্জে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন

শেখ শাওন আহমেদ সোহাগ, নিজস্ব প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে কালিগঞ্জে অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ শীর্ষক বিভিন্ন অনুষ্ঠানমালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উদ্যোগে ও উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ১০ টা থেকে রাত সাড়ে ৯ টা পর্যন্ত এসব অনুষ্ঠানমালা অনুষ্ঠিত হয়। সকাল ১০ টায় উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষদের নিয়ে আনন্দ শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বেলা ১১ টায় বঙ্গবন্ধুর জীবনভিত্তিক স্থিরচিত্র প্রদর্শিত হয়। বেলা সাড়ে ১১ টায় বঙ্গবন্ধু উন্নয়ন দর্শন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোজাম্মেল হক রাসেল-এর সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সভাপতি সাঈদ মেহেদী। সুকুমার দাস বাচ্চুর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হুসেন, বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, মুক্তিযোদ্ধা মনির আহমেদ, মুক্তিযোদ্ধা মমতাজ হোসেন মন্টু, মাস্টার নরীম আলী মুন্সি, শিক্ষক দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়াও বিকেল ৩ টায় শিশু-কিশোরদের অংশগ্রহণে ‘‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’’ শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সন্ধ্যা সাড়ে ৫ টায় স্থানীয় শিল্পী, কলাকৌশলী ও সাংস্কৃতিক ব্যক্তিবৃন্দের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান (সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যবর্তী পর্যায়ে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উদ্যোগে নির্মিত তথ্যচিত্র প্রদর্শন), রাত ৭.৪৫ মিনিটে ঢাকায় আয়োজিত ‘‘অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ’’ এর মূল কনসার্ট স্যাটেলাইটের মাধ্যমে এলইডি পর্দায় সরাসরি সম্প্রচার এবং রাত সাড়ে ৯ টায় বর্ণিল আতশবাজি প্রদর্শন অনুষ্ঠিত হয়।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version