Site icon suprovatsatkhira.com

কালিগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প ও শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিনিধি: হিউম্যান ওয়েলফেয়ার এসোসিয়েশন কালিগঞ্জ উপজেলা শাখার আয়োজনে ও স্বপ্ন ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের সহযোগিতায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ‘‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার (৪ জানুয়ারি) সকালে উপজেলার বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ে অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এছাড়াও উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের নয়টি ওয়ার্ডে’র দুস্থ ও অসহায় মানুষের মাঝে এবং হিজলা হাফিজিয়া মাদ্রাসা,এম জে এফ বিশেষ প্রতিবন্ধী স্কুলের শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এর আগে বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে হিউম্যান ওয়েলফেয়ার এসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি গাজী মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দিপালী রাণী ঘোষ। সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলামের সষ্ণালনায় সভার উদ্বোধন করেন কেন্দ্রীয় হিউম্যান ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি আসাদুল্লাহ আল গালিব। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ও হিউম্যান ওয়েলফেয়ার এসোসিয়েশন জেলা শাখার সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম নাঈম, উপজেলা শাখার সভাপতি তৌফিক ইকবাল, সাধারণ সম্পাদক শাহিন ফারহান, সহ-সভাপতি রেজাউল ইসলাম বাপ্পী, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল আলিম, ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এজাজ আহমেদ প্রমুখ। এসময় স্থানীয় ইউপি সদস্যসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version