নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জের মহৎপুরে দুস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারি) বিকেলে মহৎপুর কল্যাণ সংস্থার আয়োজনে ৫’শ জন ব্যক্তির মাঝে এ কম্বল বিতরণ করা হয়। সংস্থার সাধারণ সম্পাদক ও শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল সাঈদ এর সঞ্চালনায় কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও সংস্থার সভাপতি শেখ রফিকুল ইসলাম। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল ইসলাম, জেলা পরিষদ সদস্য মো: নুরুজ্জামান জামু, জনতা ব্যাংকের অবসরপ্রাপ্ত ব্যবস্থাপক শেখ আনোয়ার হোসেন, কুশুলিয়া ইউপি’র সাবেক চেয়ারম্যান লতিফুর রহমান খাঁন বাবলু, বীর মুক্তিযোদ্ধা খাঁন আহসানউল্লাহ, ইউপি সদস্য শেখ শহিদুল ইসলাম বাবুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।