নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ ছাত্রলীগ কালিগঞ্জের মথুরেশপুর ইউনিয়ন শাখার আংশিক কমিটি গঠিত হয়েছে। উপজেলা ছাত্রলীগের সভাপতি কাজী নুর আহমেদ রনি ও সাধারণ সম্পাদক ফিরোজ হোসেন স্বাক্ষরিত পত্রে আগামী এক বছরের জন্য কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন। কমিটিতে সভাপতি মনোনীত হয়েছেন আব্দুল্লাহ আল হাসান ও সাধারণ সম্পাদক মোকলেছুর রহমান পলাশ। কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি মো: শরিফ, মেহেদী হাসান, নুর মোহাম্মদ, নয়ন ইসলাম, মাহফুজ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ ফয়সাল হোসেন, জাহাঙ্গীর হোসেন, হারুন অর রশিদ রনি, সাংগঠনিক শেখ মহাসিন কবির, শেখ আরাফাত হোসেন, নুর আমিন হোসেন, প্রচার সম্পাদক শারাফাত হোসেন শাওন, দপ্তর সম্পাদক তাওসিন তামীম, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক সাদিকুর রহমান শাওন, সাংস্কৃতিক সম্পাদক ফিরোজ হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক মেহেদী হোসেন, সমাজসেবা সম্পাদক আসাদুল হোসেন, কার্যকারী সদস্য আব্দুর রহমান ও আল আমিন হোসেন।