Site icon suprovatsatkhira.com

কালিগঞ্জের প্রয়াত আ’লীগ নেতা শেখ ওয়াহেদুজ্জামান’র প্রথম মৃত্যু বার্ষিকী আজ

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জ গণমানুষের প্রাণের নেতা, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মরহুম শেখ ওয়াহেদুজ্জামান’র প্রথম মৃত্যু বার্ষিকী আজ। তিনি ২০১৯ সালের ১৩ জানুয়ারি রবিবার সন্ধ্যা সোয়া ৭টায় নিজ বাড়িতে মৃত্যুবরণ করেছিলেন। প্রয়াত শেখ ওয়াহেদুজ্জামানের প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে তার পরিবারের পক্ষ থেকে বিভিন্ন মসজিদ ও মাদ্রাসায় বিশেষ দোয়ার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া বিভিন্ন সংগঠন ভিন্ন ভিন্ন কর্মসূচী গ্রহণ করেছেন। শেখ ওয়াহেদুজ্জামানের বড় ছেলে কুশুলিয়া ইউপি’র সাবেক চেয়ারম্যান ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কালিগঞ্জ ইউনিটের সভাপতি শেখ মেহেদী হাসান সুমন পিতার বর্ণাঢ্য কর্মময় জীবন সম্পর্কে জানান, তার পিতা ১৯৫১ সালে জন্মগ্রহণ করেন। ১৯৬৪ সালে আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত হন। ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধে ৯ম সেক্টরে ক্যাপ্টেন নুরুল হুদার নেতৃত্বে একটি গ্রæপের কমান্ডার হিসেবে যুদ্ধ করেন। ১৯৭১ সালের ২০ নভেম্বর পাক হানাদার ও তাদের এ দেশীয় দোসরদের কবল থেকে মুক্ত হয় কালিগঞ্জ। ১৯৭২ সাল থেকে তিনি কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ছিলেন। ১৯৮৫ সাল থেকে উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব নিয়ে মৃত্যুর পূর্ব মুহ‚র্ত পর্যন্ত ওই পদে আন্তরিক ভাবে দায়িত্ব পালন করেছেন। বিগত ২০১৪ সালে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে তিনি বিপুল ভোটের ব্যবধানে প্রতিদ্ব›দ্বী প্রার্থীকে পরাজিত করে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। কালিগঞ্জ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতির দায়িত্ব পালন ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ অন্তত: ৩৮ টি সংগঠনের সাথে জড়িত ছিলেন তিনি।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version