Site icon suprovatsatkhira.com

কালিগঞ্জের ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালি উত্তোলন: ভূমি ধসের আশঙ্কা

নিজস্ব প্রতিনিধি: প্রশাসনের নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে কালিগঞ্জের দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সোনাতলা গ্রাম জুড়ে চলছে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালি উত্তোলনের মহোৎসব। এ যেন দেখার কেউ নেই। যে কারণে বেড়ে চলেছে এলাকায় ভূমি ধসের আশঙ্কা। স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে রবিবার (৫ জানুয়ারি) বেলা ২ টার দিকে সরেজমিন বিষয়টি দেখতে গেলে একাধিক ব্যক্তি জানান, সোনাতলা গ্রামের নুর মোহাম্মদ ঢালীর ছেলে মিজানুর রহমান ও তার ভাই কামরুল ঢালী তাদের পুকুরে ৬/৭ জন শ্রমিক দিয়ে ড্রেজার মেশিন বসিয়ে বালি তুলে ¯ু‘প করছে। প্রথমে সাংবাদিকের ক্যামেরা দেখতে পেয়ে সবাই দৌঁড়ে পালিয়ে যায়। কিছুক্ষণ পর ভূমি মালিক মিজানুর ও কামরুল এসে ম্যানেজ করার জন্য স্থানীয় ইউপি সদস্য আব্দুল খালেককে ফোনে ধরিয়ে দেয়। মেম্বরকে দিয়ে সাংবাদিকদের ম্যানেজ করতে না পেরে ভূমি মালিক উল্টো কৈফিয়াত তলব করে সাংবাদিকদের হুমকি দেয়। এছাড়া ওই এলাকার আবুল চৌকিদারের বাড়ির পাশে টুলু’র পুকুরে একদল শ্রমিক ড্রেজার মেশিন দিয়ে বালি উত্তোলনের কাজ চালিয়ে যাচ্ছে। কে বালি উত্তোলন করছে জানতে চাইলে কেউ মুখ খোলেনি। পরে স্থানীয়রা জানান দক্ষিন শ্রীপুর গ্রামের বক্কর নামে এক ব্যক্তি বালি উত্তোলন করাচ্ছেন। উত্তর পূর্ব সোনাতলা গ্রামের চিত্র জগতের প্রয়াত রানী সরকারের বাড়ির পাশের নুরুল আলমের জমি থেকে একদল শ্রমিক ড্রেজার মেশিন দিয়ে বালি উত্তোলন করছে। সেখানে গেলে তারা ঈদগাহ এবং মসজিদের জায়গা ভরাটের কথা বললেও পাশে এক জনের জমির উপরে বালি বিক্রির স্তুুপ দেখা যায়। এ ব্যাপারে কালিগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা মোজাম্মেল হক রাসেল’র নজরে আনা হলে তিনি বলেন যেহেতু আমি নতুন যোগদান করেছি সেহেতু অনেক কিছুই আমার অজানা। আমি দ্রুত পদক্ষেপ নেব। এমতাবস্থায় স্থানীয়রা অতিদ্রæত পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version