Site icon suprovatsatkhira.com

কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়নে ভাতা যোগ্যদের বাছাইকরণ সম্পন্ন

কৃষ্ণনগর (কালিগঞ্জ) প্রতিনিধি: কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়নে বয়স্ক, বিধবা ও স্বামী পরিত্যক্তা, অসচ্ছল প্রতিবন্ধী ভাতাযোগ্যদের বাছাইকরণ স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে জনসম্মুখে সম্পন্ন হয়েছে। রোববার (১৯ জানুয়ারি) সকাল ১০ টায় কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ভাতাযোগ্যদের বাছাইকরণ সম্পন্ন হয়। কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান আকলিমা খাতুন লাকির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সাঈদ মেহেদী। তিনি তার বক্তব্য বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার দেশকে উন্নয়ন ও অগ্রগতির পথে এগিয়ে নিতে নিরলস ভাবে স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে কাজ করে যাচ্ছে। আজ কৃষ্ণনগর ইউনিয়নে বয়স্ক, বিধবা ও স্বামী পরিত্যক্তা, অসচ্ছল প্রতিবন্ধী ভাতাযোগ্যদের বাছাইকরণ জনসম্মুখে করাই তার উজ্জ্বল দৃষ্টান্ত। বর্তমান সরকার সারাদেশে বয়স্ক, বিধবা ও স্বামী পরিত্যক্তা ও অসচ্ছল প্রতিবন্ধীদের জন্য কাজ করছে। ভাতা ভোগীর সংখ্যা ও ভাতার পরিমাণ বর্তমান সরকারই বৃদ্ধি করেছে। উন্নয়নের এ ধারা অব্যাহত থাকলে বাংলাদেশ ২০৪১ সালের মধ্যে উন্নত ও সমৃদ্ধ দেশে পরিণত হবে। মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ সম্পাদনের মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়াই হোক সকলের মুজিববর্ষের অঙ্গীকার। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেসিয়া জামান, দিপালী রাণী ঘোষ, কাজী কাহফিল অরা সজল, ভাতা ভোগী যাছাই-বাছাই কমিটির সদস্য মোস্তফা কবিরুজ্জামান মন্টু, সাফিয়া পারভীন, দিপালী রাণী ঘোষ, নজরুল ইসলাম, সাইফুল ইসলাম, জবেদ আলী, মমতাজুর রহমান, সফিকুল ইসলাম, আফসার আলী, নুরুল হক, রাশিদা খলিল, ফরিদা বেগম. শ্যামলী রাণী প্রমুখ। বাছাই করণ অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা, এলাকার গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, ইমাম, সুধী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version