জানুয়ারি ২৭, ২০২০
কাদাকাটিতে ১৬ দলীয় নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় কাটাবুনিয়া চ্যাম্পিয়ন
![]() আশাশুনি প্রতিনিধি : আশাশুনি উপজেলার কাদাকাটিতে অসিমা রাণী স্মৃতি ১৬ দলীয় নাইট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার রাতে ইউনিয়নের কাদাকাটি দক্ষিণ কালিবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় কাটাবুনিয়া স্পোর্টিং ক্লাব ক্রিকেট দল বনাম গোয়ালডাঙ্গা স্পোর্টিং ক্লাব ক্রিকেট দল পরস্পর মুখোমুখি হয়। খেলায় কাটাবুনিয়া স্পোর্টিং ক্লাব ক্রিকেট দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। কাদাকাটি ইউপি চেয়ারম্যান দিপংকর সরকার দ্বীপের সভাপতিত্বে ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে খেলাটি উপভোগ ও পুরস্কার বিতরণ করেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পরিষদ চেয়ারম্যান এবিএম মোস্তাকিম। এসময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অসিম বরণ চক্রবর্তী, ইউপি চেয়ারম্যান আবম মোছাদ্দেক, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক জগদীশ চন্দ্র সানা, সাবেক প্রধান শিক্ষক দিলিপ কুমার মন্ডল, বীর মুক্তিযোদ্ধা মনোরঞ্জন মন্ডল, কুল্যা ইউপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সাজ্জেদুল হক টিটুল প্রমুখ। 6,222,808 total views, 871 views today |
|
|
|