আশাশুনি প্রতিনিধি: আশাশুনির কাকবাসিয়া বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বুধবার (২২ জানুয়ারি) সকালে স্কুল সভাকক্ষে প্রধান শিক্ষক পারভীন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. বাকী বিল্লাহ। শিক্ষক কমল কান্তি মিত্র’র উপস্থাপনায় ও বিপ্লব কুমার সেন’র সার্বিক ব্যবস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রাক্তন প্রধান শিক্ষক মুহম্মদ রুহুল আমিন সানা, শিবপদ মÐল, আব্দুর রশিদ, রইচ উদ্দীন গাজী, বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দীক, সমাজ সেবক নাসির উদ্দীন গাজী, সমীরণ কুমার মÐল, শামসুদ্দীন সানা, আবুল হোসেন গাজী প্রমুখ। অনুষ্ঠানে বিদায়ি শিক্ষার্থীদের ফুল ও বিভিন্ন উপহার সামগ্রী দিয়ে বিদায় প্রদান করা হয়।