জানুয়ারি ১৫, ২০২০
কলারোয়া উপজেলা ভাইস চেয়ারম্যান, যুবলীগ নেতা কাজী সাহাজাদা গ্রেপ্তার
![]() কলারোয়া অফিস : কলারোয়ায় বহুল আলোচিত যুবলীগ নেতা একাধিক মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি কলারোয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান সাহাজাদাকে পুলিশ গ্রেপ্তার করেছে। মঙ্গলবার রাত ১২টায় দিকে পৌর সদরের তুলশিডাঙ্গা গ্রামের নিজ বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) গাজী সালাউদ্দিনের নেতৃত্বে পুলিশি অভিযানে সে আটক হয়। পুলিশ জানায়, কাজী সাহাজাদার বিরুদ্ধে ২টি সিআর ও একটি জিআর মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানা রয়েছে। গ্রেফতারি পরোয়ানায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরও বলেন, অভিযানকালে সাহাজাদার বাড়ি থেকে বিভিন্ন ব্রান্ডের ১৪টি কাগজপত্র বিহীন মোটরসাইকেল, কিছু ননজুডিশিয়াল স্ট্যাম্প ও বিভিন্ন ব্যাংকের চেক বই উদ্ধার করা হয় । কাজী সাহাজাদা কলারোয়া উপজেলা যুবলীগের সভাপতি ও নবগঠিত উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। সে তুলশীডাঙ্গা গ্রামের মৃত সোনা কাজীর ছেলে। কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মুনীর উল গিয়াস বলেন, যুবলীগ নেতা ও ভাইস চেয়ারম্যান সাহাজাদার বিরুদ্ধে একাধিক ওয়ারেন্ট ছাড়াও বিভিন্ন মহলের একাধিক অভিযোগ রয়েছে। এছাড়া তার বাড়ি থেকে উদ্ধার হওয়া অবৈধ মালামাল ও নন-জুডিশিয়াল স্ট্যাম্প এবং বিভিন্ন ব্যাংকের চেক বইয়ে বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে। সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) গাজী সালাউদ্দিন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এদিকে কাজী শাহাজাদার গ্রেফতারের ঘটনায় বিভিন্ন মহলে সৃষ্টি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। প্রভাব শালী এ নেতার বিরুদ্ধে নীরব চাঁদাবাজিসহ প্রভাব খাটিয়ে অবৈধ অর্থ উপার্জনের অভিযোগ থাকলেও এলাকাবাসী মুখ খুলতে সাহস পায় না। অতি সাধারণ পরিবারের অল্প বয়সী এই যুবক যুবলীগের নেতা হওয়ার পর রাতারাতি আঙুল ফুলে কলা গাছ হয়। তার আয়ের উৎস কি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ খতিয়ে দেখলে তার বিরুদ্ধে বড় ধরনের ক্রাইম পাওয়া যাবে বলে সচেতন মহলের ধারণা। 6,238,425 total views, 1,636 views today |
|
|
|