জানুয়ারি ১৫, ২০২০
ইয়ং টাইগার্স অ-১৬ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতা উদ্বোধন
![]() প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে এবং সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে বুধবার (১৫ জানুয়ারি) ইয়ং টাইগার্স অ-১৬ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতা’২০১৯-২০ এর উদ্বোধনি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: আবু সাইদ, সম্মানিত অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাউদ্দিন, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি বদরুল ইসলাম খান, ইঞ্জি: কবির উদ্দিন আহম্মেদ। সমগ্র অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংস্থার সহ-সভাপতি আশরাফুজ্জামান আশু। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সংস্থার সাধারণ সম্পাদক এ.কে.এম আনিছুর রহমান, অতিরিক্ত সাধারণ সম্পাদক মাহমুদ হাসান মুক্তি, নির্বাহী সদস্য আ.ম. আখতারুজ্জামান, মির্জা মনিরুজ্জামান কাকন, ইদ্রিস আলী বাবু, মো: আলতাফ হোসেন, মীর তাজুল ইসলাম রিপন, হাফিজুর রহমান খান বিটু, মো: কবিরুজ্জামান রুবেল, কাজী কামরুজ্জামান, বিশিষ্ট ক্রীড়া সংগঠক শেখ নাসেরুল হক, বিসিবি কোচ মুফাচ্ছিনুল ইসলাম তপুসহ দুই দলের খেলোয়াড়, প্রশিক্ষক, ম্যানেজারসহ ক্রীড়ামোদী দর্শক। উক্ত খেলায় ভেন্যু ম্যানেজারের দায়িত্ব পালন করেন সংস্থার কোষাধ্যক্ষ মো: শাহ আলম হাসান শানু। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন সংস্থার নির্বাহী সদস্য খন্দকার আরিফ হাসান প্রিন্স। উদ্বোধনি খেলা বরিশাল জেলা বনাম যশোর জেলার মধ্যে অনুষ্ঠিত হয়। খেলায় বরিশাল জেলা টসে জিতে ব্যাট করতে নেমে ৪৪.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৩২ রান করে। জবাবে যশোর জেলা ব্যাট করতে নেমে ২৮.১ ওভারে ৬টি উইকেট হারিয়ে ১৩৩ রান করে ফলে যশোর জেলা ৪উইকেটে জয়লাভ করে। খেলায় আম্পায়ার ছিলেন শফিকুল ইসলাম ও সাইফুল ইসলাম, স্কোরার ছিলেন আখেরুজ্জামান তাপস। আগামী কাল মেহেরপুর জেলা বনাম পিরোজপুর জেলার মধ্যে খেলা অনুষ্ঠিত হবে। 6,240,750 total views, 3,961 views today |
|
|
|