জানুয়ারি ৭, ২০২০
আশাশুনিতে বিজ্ঞান মেলা উদ্বোধন
![]() আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে ৪১ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায়, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে উপজেলা প্রশাসনের আয়োজনে এ মেলার উদ্বোধন করা হয়। ‘জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বিজ্ঞান ও প্রযুক্তি’ বিষয়ের উপর আলোচনায় বক্তব্য রাখেন আশাশুনি সরকারি কলেজের অধ্যক্ষ ড. মিজানুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) পাপিয়া আক্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান। একাডেমিক সুপারভাইজার হাসানুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা অফিসার মো. বাকী বিল্লাহ। আলোচনা সভা শেষে অতিথি বর্গ মেলা উপলক্ষে উপজেলার বিভিন্ন দপ্তর ও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্থাপিত স্টল গুলো ঘুরে ঘুরে দেখেন। বুধবার বিকালে মেলার সমাপ্তি ঘটবে। 6,248,348 total views, 2,166 views today |
|
|
|