জানুয়ারি ১১, ২০২০
আশাশুনিতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত
![]() আশাশুনি প্রতিনিধি : বিপুল উৎসাহ উদ্দীপনা ও যথাযথ মর্যাদায় আশাশুনিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) সকাল ১০ টায় উপজেলা প্রশাসন দিবসটি উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করে। কর্মসূচির শুরুতে সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ফিরে এসে পরিষদ চত্বরের মঞ্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান করে। বেলা ১১ টায় বঙ্গবন্ধুর জীবনী সম্বলিত স্থির চিত্র প্রদর্শন করা হয়। এরপর উপজেলা পরিষদ চত্বরের মঞ্চে ‘বঙ্গবন্ধুর উন্নয়ন দর্শন’ শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার। আব্দুল হান্নানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) পাপিয়া আক্তার, চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, মোসলেমা খাতুন মিলি, ওসি আব্দুস সালাম, সেলিম সুলতান, সাইফুল ইসলাম, এস এম আজিজুল হক প্রমুখ। এছাড়া বিকালে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও তথ্য চিত্র প্রদর্শন, সন্ধ্যায় স্যাটেলাইটের মাধ্যমে ঢাকার কনসার্ট প্রোগ্রাম প্রদর্শন ও রাতে আতশ বাজি প্রদর্শন করা হয়। 6,208,672 total views, 3,803 views today |
|
|
|