Site icon suprovatsatkhira.com

আশাশুনিতে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীর ক্ষণগণনা উপলক্ষে সভা

সমীর রায়, আশাশুনি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীর ক্ষণগণনা উপলক্ষে আশাশুনিতে মুজিব বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে শুক্রবার (১০ জানুয়ারি) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে আনুষ্ঠানিকভাবে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে বঙ্গবন্ধুর জীবনী ও কর্মের উপর আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএম মোস্তাকিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) পাপিয়া আক্তার, অধ্যক্ষ ড. মিজানুর রহমান, অসীম বরণ চক্রবর্তী, সউদ বিন খায়রুল আনাম, আব্দুস সালাম, বাকী বিল্লাহ, গাজী সাইফুদ্দীন, আব্দুল হান্নান, জি,এম আল ফারুক, ঢালী সামছুল আলম প্রমুখ। আলোচনা সভা শেষে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক দেশব্যাপী ক্ষণগণনার উদ্বোধনি অনুষ্ঠান বড় পর্দায় সরাসরি সম্প্রচার করা হয় এবং সন্ধ্যায় উপজেলা পরিষদ চত্বরে জমকালো আতশবাজি প্রদর্শন করা হয়। দিনের শুরুতে আওয়ামী লীগ নেতৃবৃন্দ, সরকারি বে-সরকারি সকল বিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, সাংবাদিক মুক্তিযোদ্ধা, স্কুল কলেজের শিক্ষক ও শিক্ষার্থীর অংশগ্রহণে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে যেয়ে শেষ হয়।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version