Site icon suprovatsatkhira.com

আশাশুনিতে পল্লী বিদ্যুতের কর্মচারী রনির বিরুদ্ধে অর্থ আদায়ের অভিযোগ

আশাশুনি প্রতিনিধি : আশাশুনি পল্লী বিদ্যুতের কর্মচারী রনি হোসেনের বিরুদ্ধে মিটার দেওয়ার নাম করে গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ পাওয়া গেছে।
এ ব্যাপারে মিটার বঞ্চিতদের পক্ষে ফটিকখালী ও দেয়াবর্ষীয়া গ্রামের সুশংকর গাইন, রিপন মÐল, নিরঞ্জন গাইন ও প্রভাস গাইন রবিবার (১২ জানুয়ারি) ইউএনও বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। লিখিত অভিযোগে জানা গেছে, ২০১৯ সালের ২৭ নভেম্বর পল্লী বিদ্যুতের সংযোগ নিতে পল্লী বিদ্যুৎ অফিসে খাজরা ইউনিয়নের ফটিকখালী ও পার্শ্ববর্তী এলাকার ১৯৫ টি পরিবারের মানুষ মিটার বাবদ ৪ শত টাকা করে জমা দেন। এরপর গত ১ ডিসেম্বর ফটিকখালী গ্রামের ১৭৫ বাড়িতে মিটার সংযোগ দেওয়া হয়। বাকি ২০ টি পরিবার মিটার বঞ্চিত থাকে। দিন অতিবাহিত হতে থাকলে আবেদনকারীরা পল্লী বিদ্যুতের কর্মচারী রনি হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি মিটার প্রতি ১শ টাকা করে দাবি করেন। টাকা না দিলে মিটার সংযোগ দেওয়া হবে না বলে জানিয়ে দেন তিনি। এছাড়া রনি ফটিকখালী গ্রামের রাজেন্দ্র সরকারের ছেলে কমলেশ সরকারের কাছ থেকে মিটার বাবদ ৫ হাজার টাকা নিয়েছেন বলে অভিযোগ করা হয়েছে। আশাশুনি পল্লী বিদ্যুতের অফিসে বিষয়টি অবহিত করা হলেও তড়িৎ ব্যবস্থা গ্রহণ না করায় হতাশ বিদ্যুৎ বঞ্চিত পারিবারগুলো। দ্রæত সমাধান পেতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পল্লী বিদ্যুতের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version