Site icon suprovatsatkhira.com

আশাশুনিতে জাতীয় সামাজিক সেবা দিবস পালিত

আশাশুনি প্রতিনিধি : ‘সমাজ সেবায় দেশ গড়ি, সামাজিক নিরাপত্তা নিশ্চিত করি’ এ ¯েøাগানকে সামনে রেখে আশাশুনিতে জাতীয় সামাজিক সেবা দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে খুলনা ভিত্তিক বে-সরকারী সংস্থা উন্নয়ন’র বাস্তবায়নে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় আশাশুনি শাখা অফিসে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আশাশুনি শাখা ব্যবস্থাপক অতিশ দীপঙ্কর মন্ডলের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সমৃদ্ধি কর্মসূচির ইউনিয়ন সমন্বয়কারী তারিকুর রহমান, স্বাস্থ্য কর্মকর্তা ইকবাল হোসেন, মৎস্য কর্মকর্তা তানভির রেজা প্রমুখ।
সমৃদ্ধি শাখার সমাজ উন্নয়ন কর্মকর্তা জাবের হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা বলেন যুব সমাজই পারে শ্রম ও মেধা দিয়ে সমাজটাকে এগিয়ে নিয়ে যেতে। সমাজকে এগিয়ে নিয়ে যেতে হলে প্রতিটি যুবককে স্ব-স্ব অবস্থান থেকে সমাজ ও দেশ সেবা করতে হবে।
এর আগে সমৃদ্ধি কর্মসূচির আওতায় ‘উন্নয়নে যুব সমাজ’ কার্যক্রমে যুব সমাজের সদস্যদের নিয়ে এক বর্ণাঢ্য র‌্যালি উপজেলার বাজার প্রদক্ষিণ করে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version