জানুয়ারি ৩০, ২০২০
আশাশুনিতে গোপন বৈঠক থেকে গ্রেফতার ৬
![]() আশাশুনি প্রতিনিধি : আশাশুনির ভোলানাথপুর গ্রামের একটি মসজিদে গোপন বৈঠকের সময় জামায়াত-শিবিরের ৬ নেতা কর্মীকে আটক করেছে থানা পুলিশ। বুধবার (২৯ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আশাশুনি থানা অফিসার ইনচার্জ মো. আব্দুস সালাম সঙ্গীয় ফোর্স নিয়ে আনুলিয়া ইউনিয়নের ভোলানাথপুর গ্রামের মোল্লা বাড়ি জামে মসজিদ থেকে গোপন বৈঠক করার সময় ৬ নেতা কর্মীকে আটক করেন। আটককৃতরা হল কাকবাসিয়া গ্রামের আব্দুল জব্বার গাজীর ছেলে ইউসুফ গাজি(৪২), আনুলিয়া গ্রামের সোহেল উদ্দীনের ছেলে জহির উদ্দিন (৬৭), ভোলানাথপুর গ্রামের জালাল উদ্দীনের ছেলে বোরহান উদ্দীন (৩৭), রহমত আলীর ছেলে আব্দুর রকিব (৩৭), নাংলা গ্রামের কাবিল উদ্দীনের ছেলে কামরুজ্জামান (৩০) ও দক্ষিণ একসরা গ্রামের তোফাজ্জেল গাজীর ছেলে শাহজাহান গাজি (৪০)। এসময় আরো ৩০-৪০ নেতাকর্মী পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনাস্থল থেকে ৪ টি মটর সাইকেল ২ টি বাইসাইকেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় এস আই মামুন বাদী হয়ে এজাহার নামীয় ০৬ জন, পলাতক ১১ জনসহ অজ্ঞাত ৩০/৪০ জনের বিরুদ্ধে ১৯৭৪ সালের স্পেশাল পাওয়ার অ্যাক্টের ১৫(৩)২৫ ডি ধারায় আশাশুনি থানায় ৩১(১)২০ নং একটি মামলা দায়ের করেছেন। আশাশুনি থানা অফিসার ইনচার্জ মো. আব্দুস সালাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান- ধৃত আসামিদের বিচারর্থে আদালতে প্রেরণ করা হয়েছে এবং মামলার পলাতক ও অজ্ঞাত আসামিদের দ্রুত গ্রেফতারের জন্য অভিযান চলছে। 6,208,446 total views, 3,577 views today |
|
|
|