জানুয়ারি ১৯, ২০২০
আশাশুনিতে কার্প-গলদা মিশ্র চাষের ফলাফল প্রদর্শক মাঠ দিবস
![]() আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে উত্তম মৎস্য চাষ অনুশীলনের লক্ষে কার্প-গলদা মিশ্র চাষের ফলাফল প্রদর্শক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ জানুয়ারি) সকালে সদর ইউনিয়নের ধান্যহাটি পশ্চিম পাড়ায় কালিবাড়ি বাজার সংলগ্ন ফার্মে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। আশাশুনি শাখা ব্যবস্থাপক মো. নূর মহাম্মদের সভাপতিত্বে মাঠ দিবসে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান। পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন’র (পিকেএসএফ) অর্থায়নে, নওয়াবেঁকী গণমুখী ফাউন্ডেশন (্এনজিএফ) শ্যামনগরের বাস্তবায়নে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আশাশুনি সদর ইউপি চেয়ারম্যান স,ম সেলিম রেজা মিলন, ইউপি সদস্য মনিরুল ইসলাম মনি। ফ্যাসিলেটেটর বাবু কুমার রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, সহকারী ভ্যা.চে.ফে. রবিউল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রকল্প সমন্বয়কারী আব্দুল হামিদ, প্রদর্শনী খামার মালিক তাপস কুমার বিশ্বাস, আলামিন হোসেন, উদয় মন্ডল প্রমুখ। 6,222,852 total views, 915 views today |
|
|
|