জানুয়ারি ১৯, ২০২০
আশাশুনিতে আন্তঃস্কুল ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
![]() আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে উপজেলা পর্যায়ে আন্ত:স্কুল ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ জানুয়ারি) আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে দিন ব্যাপী এ প্রতিযোগিতার আয়োজন করে উপজেলা শিক্ষা অফিস। ইউনিয়ন পর্যায়ের প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারীরা অংশ নেয়। প্রত্যেক ইউনিয়ন হতে ‘ক’ ও ‘খ’ গ্রুপে (ছাত্র ও ছাত্রী) প্রতিযোগিরা ৫০ ও ১০০ মিটার দৌড়, ২৫ মিটার চকলেট দৌড়, দীর্ঘ লাফ, ক্রিকেট বল নিক্ষেপ, গুপ্তধন উদ্ধার, যেমন খুশি তেমন সাজ, উচ্চ লাফ, ভারসাম্য দৌড়, রিলে রেইস, অংক দৌড় এবং সাংস্কৃতিক অনুষ্ঠান ছড়া আবৃত্তি, চিত্রাঙ্কন, নৃত্য, সুন্দর হাতের লেখা, কবিতা আবৃত্তি, পল্লীগীতি, লোকগীতি, দেশাত্মবোধক গান, একক অভিনয়, উপস্থিত বক্তৃতা ইভেন্টে অংশ নেয়। 6,223,012 total views, 1,075 views today |
|
|
|