Site icon suprovatsatkhira.com

আশাশুনিতে অ্যাথলেটিক্স ও গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা

আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে মুজিববর্ষ উদযাপন উপলক্ষে অ্যাথলেটিক্স, গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল থেকে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করে জেলা ক্রীড়া পরিদপ্তর। ২০১৯-২০ এর আওতায় অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন মাধ্যমিক স্কুল ও মাদরাসার প্রতিযোগীরা অংশ নেয়। বালক বড় গ্রæপ, বালক ছোট গ্রæপ, বালিকা বড় গ্রæপ ও বালিকা ছোট গ্রæপের প্রতিযোগীরা দৌড়, দীর্ঘ লাফ, উচ্চ লাফ, বর্শ্বা নিক্ষেপ, মোরগ লড়াই, দড়ি লাফ, গোল্লাছুট, বউচি প্রতিযোগিতায় অংশ নেয়। প্রত্যেক খেলায় ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদেরকে পুরস্কৃত করা হয়। ক্রীড়া পরিচালনা করেন ক্রীড়া শিক্ষক আনছুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে পুরস্কার বিতরণ করেন, জেলা ক্রীড়া অফিসার খালিদ জাহাঙ্গীর। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি, আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুন নাহার নার্গিস, আশাশুনি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুন নাহার কচি প্রমুখ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version