Site icon suprovatsatkhira.com

আর নয় চোরাচালান, এবার স্বাভাবিক জীবন : সাতক্ষীরায় ১৫ চোরাকারবারীর আত্মসমর্পণ

ডেস্ক রিপোর্ট: “আর নয় চোরাচালান”, এবার স্বাভাবিক জীবনে ফিরে আসার অঙ্গিকার নিয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের গোবিন্দকাটি গ্রামের ১৫ জন চোরা চালানি। তারা দীর্ঘদিন ধরে চোরাচালানের সাথে জড়িত থেকে বাংলাদেশের পণ্য ভারতে এবং ভারতের পণ্য বাংলাদেশে পাচার করে আসছিলেন। এক বা একাধিক সিন্ডিকেট করে তারা চোরাচালানে নিজেদের জড়িয়ে রেখেছিলেন। চোরাচালানে ঘৃণা ছুঁড়ে দিয়ে এখন থেকে তারা ভিন্ন কর্মসংস্থান বেছে নেবেন বলে জানিয়েছেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, তারা নিজেদের উপলব্ধি এবং পুলিশের আহŸানে শনিবার (১৮ জানুয়ারি) সদর থানা চত্বরে এসে আত্মসমর্পণ করেন। তাদেরকে ফুল দিয়ে স্বাগত জানানো হয়। এ সময় তারা লিখিত অঙ্গিকার করেন। তিনি জানান তাদের বিরুদ্ধে থাকা মামলাগুলি দ্রæত নিষ্পত্তির ব্যবস্থা করা হবে। আত্মসমর্পণকারীরা হলেন, গোবিন্দকাটি গ্রামের জামাল হোসেন, মনিরুল ইসলাম মনি, মো. আলাউদ্দিন , ফারুক হোসেন, বাবলুর রহমান, আলি হোসেন , শহিদ হোসেন, কামরুজ্জামান রানা, মফিজুল ইসলাম, জিয়ারুল ইসলাম, মিজানুর টিক্কা, শাহিন , আজিজ ও আজিজার রহমান।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version