ডিসেম্বর ৪, ২০১৯
পাটকেলঘাটা শ্রমজীবী সমবায় সমিতির মানববন্ধন অনুষ্ঠিত
পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি: পাটকেলঘাটা শ্রমজীবী সমবায় সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি শেখ রহমত আলীর বিরুদ্ধে ঋণ খেলাপির দায়ে আদালতের দন্ডপ্রাপ্ত আসামি রবিউল ইসলামসহ কয়েকজনে মিলে কুরুচিপূর্ণ বক্তব্য ও সমিতির নামে পরিকল্পিতভাবে অপপ্রচার মানববন্ধনের প্রতিবাদে পাটকেলঘাটা পাঁচরাস্তা মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১০টায় পাটকেলঘাটা শ্রমজীবী সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লি: এর আয়োজনে সমিতির কর্মকর্তা, কর্মচারী, উপকার ভোগী গ্রাহকসহ শত শত সুবিধাভোগী নারী পুরুষ দলমত নির্বিশেষে মানবন্ধনে অংশগ্রহণ করে। মানববন্ধনে বক্তারা সমিতির বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করে বলেন-এ সমিতি হতে ঋণ নিয়ে কৃষক, ক্ষেতমজুর, ঠিকাদার, ওয়েল্ডিং কারখানা, কুঠির শিল্পসহ ছোট বড়ো ব্যবসা বাণিজ্য করে অনেকেই স্বাবলম্বী হয়েছে। কিন্তু সমিতির উন্নয়ন দেখে জনৈক ঋণ খেলাপি রবিউল ইসলাম নিজেকে বড় মাপের নেতা প্রমাণ করতে এবং ঋণের টাকা না দেয়ার জন্যে সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি শেখ রহমত আলীসহ ৩ জনের বিরুদ্ধে মামলা মামলা দায়ের করেন। মিথ্যা প্রমাণিত হওয়ায় মামলাটি তৃতীয় কোর্টে খারিজ হয়ে যায়। এরপর সমিতি ঋণ খেলাপি রবিউল ইসলামের বিরুদ্ধে সাতক্ষীরা ২য় জজ আদালতে (পাট) ২০১৬ সালের ৭ ফেব্রæয়ারী মামলা দায়ের করেন। মামলা নং সিআরপি ১১/১৬। মামলায় রবিউল ইসলামের বিরুদ্ধে বিজ্ঞ আদালত ৭ জুলাই দীর্ঘ শুনানি শেষে ৩ মাসের কারাদন্ড ও ২২ লক্ষ টাকা দন্ডের আদেশ প্রদান করেন। ৩ মাস সাজা ভোগ করে রবিউল ইসলাম আদালতের রায়ের বিরুদ্ধে এবং পাটকেলঘাটা শ্রমজীবী সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির নামে মিথ্যা ও ভিত্তিহীন বিষয়বস্তু উপস্থাপন করে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করে। 8,585,523 total views, 2,209 views today |
|
|
|