Site icon suprovatsatkhira.com

সরকার কৃষকের ভাগ্য উন্নয়নে নিরলস কাজ করছে : ধান কর্তন উদ্বোধনকালে জেলা প্রশাসক

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল কৃষকদের জাতির শ্রেষ্ঠ সন্তান উল্লেখ করে বলেছেন, কৃষকের পরিশ্রমের টাকায় আমাদের বেতন হয়। দেশের উন্নয়ন হয়। কৃষক বাঁচলে দেশ বাঁচবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন কৃষি বান্ধব প্রধানমন্ত্রী। তিনি কৃষকের ভাগ্য উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। কৃষিতে ভুর্তর্কী দিচ্ছেন, কৃষকদের মাঝে আধুনিক কৃষি যন্ত্রপাতি সরবরাহ করছেন, কৃষকদের ন্যায্য মূল্যে ধান বিক্রির ব্যবস্থা করেছেন। কৃষকের সরলতার সুযোগ নিয়ে যদি কোন মধ্যস্বত্বভোগী দুর্নীতির আশ্রয় নেয়ার চেষ্টা করে তাহলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। শনিবার বিকালে সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের যোগরাজপুর গ্রামে উপজেলা কৃষি অফিস আয়োজিত ধান কর্তন ও নবান্ন উৎসব উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক অরবিন্দ বিশ্বাসের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন কৃষিবিদ নুরুল ইসলাম, এনডিসি স্বজল মোল্লা, নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন, ইন্দ্রজিৎ সাহাসহ স্থানীয় কৃষকবৃন্দ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version