মোস্তফা কামাল/গাজী আল ইমরান: ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্যে দিয়ে উৎসব মুখর পরিবেশে শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২ ডিসেম্বর সোমবার সকাল ১০ টা থেকে নকিপুর সরকারি এইচ,সি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ শ্যামনগর উপজেলা শাখার আয়োজনে সম্মেলনে কাউন্সিলারদের সর্ব সম্মতিতে শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের কমিটি (একাংশ) গঠিত হয়। তারা হলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস,এম,জগলুল হায়দার (এমপি), সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ জাফরুল আলম বাবু, সহ-সভাপতি অ্যাড: জহুরুল হায়দার বাবু, অসীম কুমার মৃধা, গোলাম মোস্তফা মুকুল, গাজী আনিসুজ্জামান আনিছ, সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দোলন (উপজেলা চেয়ারম্যান), যুগ্ম সাধারণ সম্পাদক এস এম আব্দুস সাত্তার, প্রভাষক মোশারফ হোসেন, অ্যাড: তপন কুমার বিশ্বাস, যুব ও ক্রীড়া সম্পাদক বাদশা আলম, মহিলা বিষয়ক সম্পাদিকা সেলিনা সাঈদ ও ১ নং নির্বাহী সদস্য জি এম শফিউল আযম লেনিন। সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ কমিটির নাম ঘোষণা করেন। শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস,এম জগলুল হায়দার (এম,পি) সভাপতিত্বে সম্মেলনটির সঞ্চালনা করেন উপজেলা আ‘লীগের সেক্রেটারি উপজেলা চেয়ারম্যান এস,এম আতাউল হক দোলন। এ সম্মেলন কে কেন্দ্র করে সম্মেলনটি সফল ও সার্থক ভাবে সম্পন্ন হয় অতিথি বর্গ, কাউন্সিলারদের উপস্থিতি মঞ্চ, প্যান্ডেল, কাউন্সিলার, ডেলিগেটদের বসার আসন,মিডিয়া কর্মীদের বসার আসন,অভ্যর্থনা তোরণ নির্মাণ সহ সাউন্ড সিস্টেম প্রভৃতি কাজের মাধ্যমে। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী বাঙালী জাতীয়তাবাদ গণতান্ত্রিক সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষতা মতাদর্শে বাংলাদেশ আওয়ামী লীগের এ সম্মেলনে প্রধান অতিথি সাবেক স্বাস্থ্য মন্ত্রী অধ্যাপক ডা: আ ফ ম রুহুল হক (এম,পি), উদ্বোধক সাতক্ষীরা জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি (এম,পি), বিশেষ অতিথি এস,এম কামাল হোসেন, আমিরুল আলম মিলন, সাবেক এম,পি বীর মুক্তিযোদ্ধা এ কে ফজলুল হক, প্রধান বক্তা জেলা আ‘লীগের সেক্রেটারি নজরুল ইসলাম, বিশেষ বক্তা সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, জেলা আ‘লীগ নেতা সাবেক অধ্যক্ষ আবু আহমেদ, অধ্যক্ষ জাফরুল আলম বাবু, সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, জি,এম শফিউল আজম লেনিন, অ্যাড: জহুরুল হায়দার বাবু, অসিম কুমার মৃধা প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সাজানো হয় ২ টি পর্বে। প্রথম পর্বে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সভাপতির আসন গ্রহণ, অতিথিদের আসন গ্রহণ, পবিত্র কোরআন তিলাওয়াত, গীতা পাঠ, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, অতিথিবৃন্দের ফুলেল শুভেচ্ছা, উদ্বোধনি বক্তব্য, সভাপতির স্বাগত বক্তব্য, শোক প্রস্তাব পাঠ দাঁড়িয়ে নিরাপত্তা পালন, সাংগঠনিক রিপোর্ট পেশ, অতিথি বৃন্দের বক্তব্য, সভাপতির বক্তব্য ও কমিটি বিলুপ্তি, ও দ্বিতীয় অধিবেশনে কমিটি গঠনের প্রক্রিয়া। পূর্বের ন্যায় এবারও শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস,এম জগলুল হায়দার (এম,পি) ও সাধারণ সম্পাদক এস,এম আতাউল হক দোলন পুনরায় নির্বাচিত হন। সম্মেলনে বর্তমান সরকারের সাফল্য দিক তুলে ধরে নেতা-কর্মীদের দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করা হয়। নবগঠিত কমিটি তাদের উপর অর্পিত দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেছেন।
শ্যামনগরে আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত : জগলুল হায়দার সভাপতি, দোলন সেক্রেটারি
https://www.facebook.com/dailysuprovatsatkhira/