Site icon suprovatsatkhira.com

শার্শায় দুর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণ প্রকল্পের আওতায় ৩৫৬ পরিবার পেল নতুন ঘর

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় জমি আছে ঘর নাই ও দুর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণ প্রকল্পের আওতায় প্রধান মন্ত্রীর কার্যালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় অতি দরিদ্র পরিবারে মাঝে ১টি করে বাসগৃহ নির্মাণ করে দিয়েছেন। পাকা ঘর পেয়ে খুশি হত দরিদ্র এসব পরিবার। তাই সরকারের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন তারা।
যশোরের শার্শা উপজেলার ১১টি ইউনিয়নে হত দরিদ্রদের অসহায়-দুর্দশা লাঘবে জমি আছে ঘর নাই ও দুর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণ প্রকল্পের আওতায় পাকা বাড়ি তৈরি করে দিয়েছেন সরকার। জমি আছে ঘর নাই প্রকল্পে ৩ শত ৩৩টি ও দুর্যোগ সহনীয় প্রকল্পে আওতায় ২৩টি পরিবারকে মোট ৩৫৬টি পরিবারকে ঘর দেওয়া হয়েছে। “রোদ বৃষ্টি ঝড়ে ভাঙ্গা চূড়া ঘরে” অনেক কষ্টে দিন যাপন করা মানুষ গুলো কখনো কল্পনা করতে পারেনি এমন বাড়িতে তারা বসবাস করতে পারবেন। এমন পরিস্থিতিতে নতুন বাড়ি পেয়ে খুশি তারা।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version