Site icon suprovatsatkhira.com

রাতের আধারে সরকারি গাছ কাটার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি: সখিপুরে প্রশাসনের নাম ব্যবহার রাতের আধারে সরকারি গাছ কেটে নেয়ার অভিযোগ উঠেছে এক ব্যক্তি বিরুদ্ধে। দেবহাটার উপজেলার সখিপুর ইউনিয়নের খান বাহাদুর আহছানউল্লা কলেজ মাঠের উত্তর-পূর্ব পাশে মৃত শেখ এবাদুল্লাহর ছেলে মামলাবাজ মুনছুর আলী ওরফে বানদড়ী, তার ছেলে মোস্তাফিজুর রহমান ও স্ত্রী আলেয়া খাতুন মিলে সরকারি জমির উপর থেকে রাতের আধারে চুরি করে আনুমানিক ২০/৩০ হাজার টাকা মূল্যের বড় আকৃতির একটি শিশু গাছ কেটে নেয়। স্থানীয়রা জানান, মুনছুর আলী ও তার ছেলে মোস্তাফিজুর রহমান প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে গাছের মূল কান্ডসহ বেশির ভাগই পার্শ্ববর্তী একটি “ছ” মিলে লুকিয়ে রাখে। সরেজমিনে দেখতে গেলে গাছের গোড়া সহ অবশিষ্টাংশ তার বাড়িতে দেখতে পাওয়া যায়। এসময় রাতের আধারে সরকারি গাছ কাটার বিষয়ে জানতে চাইলে ডিসির আদেশ রয়েছে বলে জানান মোস্তাফিজুর রহমান। কিন্তু তিনি কোন কাগজ দেখাতে পারেন নি। উল্লেখ্য, গত কয়েক মাস পূর্বে সরকারি খান বাহাদুর আহছান উল্ল¬া কলেজের উত্তর পাশের একটি সরকারি রাস্তা দখল করে ইট তুলে জনসাধারণের চলাচল বন্ধ করে দেয় এ পরিবার। রাস্তাটি বন্ধ করে প্রাচীর নির্মাণ করায় ঐ এলাকার মানুষের চলাচল বন্ধ হয়ে যায়। সে সময় এলাকা বাসী প্রতিবাদ করলে উল্টো ক্ষিপ্ত হয়ে মুনছুর আলীর ছেলে মোস্তাফিজুর রহমান মোস্তো। পরে স্থানীয়রা ইউপি সদস্য আকবর আলীকে জানালে তিনি রাস্তা খুলে দেওয়ার কথা জানালেও কোন তোয়াক্কা না করায় দেবহাটা থানায় একটি অভিযোগ দায়ের করেন এলাকা বাসী। অভিযোগে মুনছুর আলীর স্ত্রী আলেয়া খাতুন, ছেলে মোস্তাফিজুর রহমান মোস্তো, স্ত্রী আলেয়া খাতুনকে বিবাদী করা হয়। সেসময় বিষয়টি সখিপুর ইউপি চেয়ারম্যানকে জানানো হলে তিনি একজন গ্রাম পুলিশ পাঠিয়ে রাস্তা খুলে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। তবে জানা গেছে, মোস্তাফিজুর রহমানের পরিবার দীর্ঘদিন সরকারি খাস জমিতে ডিসিআরের নাম করে বসবাস করে আসছে। সে লোভের বশীভূত হয়ে এ গাছ কেটেছে এবং কিছুদিন আগে সরকারি রাস্তার ইট তুলে প্রাচীর নির্মাণ করেছিল। তাছাড়া উক্ত পরিবারটি ছোট খাট বিষয়কে কেন্দ্র করে বিভিন্ন লোককে ফাঁসাতে ও হয়রানি করতে একের পর এক মিথ্যা মামলা করে থাকে বলে জানান এলাকা বাসী।
এবিষয়ে দেবহাটা উপজেলার নির্বাহী অফিসার সাজিয়া আফরিনের কাছে জানতে চাইলে তিনি জানান, বিষয়টি আমার জানা ছিল না। অবশ্যই তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version