Site icon suprovatsatkhira.com

ভোমরা সীমান্তে সোনাসহ ১ চোরাকারবারি আটক

ডেস্ক রিপোর্ট: ভারতে পাচারের সময় সাতক্ষীরার ভোমরা সীমান্ত থেকে ২৬ লাখ সাড়ে ৭ হাজার টাকা মূল্যের ৫৮৫ গ্রাম সোনাসহ সজীব হোসেন (১৮) নামের এক চোরা কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) সদস্যরা। বুধবার দুপুরে সদর উপজেলার ভোমরা স্থলবন্দর সংলগ্ন লক্ষিদাড়ি সীমান্ত থেকে বিজিবি সদস্যরা তাকে আটক করে। আটক সজীব হোসেন লক্ষিদাড়ি গ্রামের রফিকুল ইসলামের ছেলে। বিজিবি জানায়, ভোমরা স্থলবন্দর সংলগ্ন লক্ষিদাড়ি সীমান্ত দিয়ে সোনার একটি বড় চালান ভারতে পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ভোমরা বিওপির নায়েক সুবেদার হারুন-উর-রশি’র নেতৃত্বে বিজিবির একটি টহল দল সেখানে অভিযান চালায়। এ সময় সেখান থেকে সজীব হোসেন নামের ওই চোরা কারবারিকে আটক করা হয়। তার দেহ তল্লাশি করে ৫৮৫ গ্রাম সোনা জব্দ করা হয়। জব্দকৃত সোনার গহনার বাজার মূল্য ২৬ লাখ ৭ হাজার ৫৮৩ টাকা বলে বিজিবি আরো জানায়। সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লে: কর্নেল গোলাম মহিউদ্দীন খন্দকার বিষয়টি নিশ্চিত করে জানান, আটক চোরা কারবারির বিরুদ্ধে মামলা দিয়ে সদর থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছিল।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version