Site icon suprovatsatkhira.com

ব্রহ্মরাজপুর কৃষক মেলা অনুষ্ঠিত

ব্রহ্মরাজপুর প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলা ব্রহ্মরাজপুর ডি.বি.ইউনাইটেড হাইস্কুল মাঠে ক্ষমতায়ন প্রকল্প কৃষিপণ্যের ন্যায্যমূল্য ও কৃষিখাতে ভর্তুকি নিশ্চিতকরণে অ্যাডভোকেসি ক্যাম্পেইন ও কৃষক মেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালে জেলা কৃষি পণ্য এসোসিয়েশনের সভাপতি মো. রুহুল কুদ্দুসের সভাপতিত্বে ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে, সলিডারিটিস ইন্টারন্যাশনালের কারিগরি সহায়তায়, সুশীলন ক্ষমতায়ন প্রকল্প বাস্তবায়নে, সদর উপজেলা কৃষিপণ্য উৎপাদক এসোসিয়েশনের আয়োজনে মেলাটি অনুষ্ঠিত হয়। এসময় ব্রহ্মরাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নিলীপ কুমার মল্লিক, সুপারভাইজার মো. মিজানুর রহমান, মো. টিপু সুলতান, দেবরঞ্জন বিশ্বাস দেবু, ভৈরব চন্দ্র দাস, আদর আলী, মহাসিন আলী, মোস্তাফিজুর রহমান, ফাল্গুনি, আনারুল ইসলাম, সাইদুর রহমানসহ ব্রহ্মরাজপুর, ধুলিহর ও ফিংড়ী ইউনিয়নের কৃষকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে কৃষি পণ্য অ্যাসোসিয়েশনের একটি র‌্যালি ব্রহ্মরাজপুর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডি.বি. ইউনাইটেড হাইস্কুল মাঠে এসে শেষ হয়। মেলায় সার বীজ, কীটনাশক, ক্ষমতায়ন প্রকল্প, উপজেলা কৃষিপণ্য উৎপাদক অ্যাসোসিয়েশন, উপজেলা কৃষি অফিস সহ মোট ছয়টি কৃষি বিষয়ক স্টল বসানো হয়।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version