বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল বাজারস্থ তালসারী নামক স্থান হতে শুক্রবার সকালে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস ও ঔষধসহ ১টি কাভার্ড ভ্যান আটক করেছে বিজিবি। যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো: সেলিম রেজা পিএসসি জানান, দীর্ঘদিন যাবৎ কতিপয় অসাধু ব্যবসায়ী কৌশলে শুল্ক ফাঁকি দিয়ে বিভিন্ন অবৈধ মালামাল আনা-নেওয়া করছিল। বিজিবি’র বিশেষ গোয়েন্দা অভিযান জোরদার করা হয়েছে, যার ফলশ্রæতিতে পূর্ব তথ্যের মাধ্যমে বেনাপোল ক্যাম্পে কর্মরত সুবেদার মো: আব্দুল ওহাব এর নেতৃত্বে একটি দল তল্লাশি অভিযান পরিচালনা করে। অভিযানকালে বেনাপোল বাজারস্থ তালসারি নামক স্থান হতে ০১টি কাভার্ড ভ্যানসহ শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক্্স ও ওয়ান টাইম পেপার কাপ এবং বিভিন্ন প্রকার ঔষধ ও ইনজেকশন আটক করা হয়। কাভার্ড ভ্যানসহ আটককৃত মালামালের মূল্য ২ কোটি ৫৪ লক্ষ টাকা। কাভার্ড ভ্যানসহ আটককৃত মালামাল বিকালে বেনাপোল বিভাগীয় শুল্ক গোডাউনে জমা দেওয়া হয়েছে।
বেনাপোলে আড়াই কোটি টাকা মূল্যের ভারতীয় কসমেটিক সামগ্রী আটক
https://www.facebook.com/dailysuprovatsatkhira/