Site icon suprovatsatkhira.com

বিজয় দিবসে কলারোয়ায় ইউএনও অফিসের আলোকসজ্জা খুলে নিয়ে গেলো পৌরসভা!

এম,এ কালাম, কলারোয়া অফিস : কলারোয়ায় বীর মুক্তিযোদ্ধাদের মহান বিজয় দিবসের অনুষ্ঠান থেকে বয়কট করার পর উপজেলা পরিষদ ভবন ও ইউএনও’র বাসভবনের আলোকসজ্জার বাতি খুলে নিয়ে গেলো পৌরসভা কর্তৃপক্ষ। ১৬ ডিসেম্বর সন্ধ্যার পরপরই উপজেলা পরিষদ ভবন ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এর সরকারি বাসভবনে সজ্জিত করা বাহারি রং এর বাতি খুলে নিতে দেখা যায়। সেসময় মহান বিজয় দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল উপজেলা পরিষদ ভবনের সামনের চত্বরেই। বিজয় দিবসের আনুষ্ঠানিকতা শেষ না হতেই এ দৃশ্য দেখে হতবাক হয়েছেন সকলে। সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত সকলে বিস্ময় প্রকাশ করেন। তাৎক্ষণিক ভবনে আলোকসজ্জা তার ও বাতি খুলে নেয়ার কাজে নিয়োজিত কলারোয়ার আশরাফ ডেকোরেটারের স্বত্বাধিকারী আশরাফ বলেন- ‘সন্ধ্যার দিকে পৌরসভার ইমরুল ভাই আমাকে ফোন করে বলেন ভারপ্রাপ্ত মেয়র সাহেবের সাথে এক্ষুনি দেখা করেন। আমি পশুহাট মোড়ে স্বপন চেয়ারম্যানের (সাবেক উপজেলা চেয়ারম্যান) অফিসে গিয়ে ভারপ্রাপ্ত মেয়র বুলবুল ভাইয়ের সাথে দেখা করি। মেয়র সাহেব আমাকে বলেন, লাইট এক্ষুনি সব কেটে দিয়ে এসো। তখন আমি ইউএনও অফিসের ওএস সাহেবের কাছে গিয়ে বিষয়টি জানালে তিনি আমাকে লাইট না খোলার অনুরোধ করেন। তখন আমি আবারও স্বপন চেয়ারম্যানের অফিসে গিয়ে তার উপস্থিতিতে মেয়র সাহেবকে জানালে তিনি আমাকে বলেন, ‘আমি লাইট লাগাতে বলেছি, আমি খুলতে বলছি। তুই এক্ষুনি খুলে দিয়ে আয়।’ তখন আমি অনুপায় হয়ে আবারও ওএস’র কাছে গেলে তিনি আমাকে ইউএনও সাহেবের সাথে দেখা করতে বলেন। আমি ইউএনও স্যারের বাসায় তার সাথে দেখা করতে গেলে সেখানকার একজন পিয়ন আমাকে বলেন, ওএসকে গিয়ে বলেন তার সাথে দেখা হয়নি। আমি তখন ফের ইউএনও অফিসে এসে ওএস’কে বললে তিনি সচিবকে ফোন করেন। পরে আমাকে সম্মতি দিলে আমি আলোকসজ্জার লাইন খুলে নিয়েছি।’ অবশ্য উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানের কার্যালয়ের আলোকসজ্জার লাইট খুলে নেয়া হয়নি। এ রিপোর্ট লেখা পর্যন্ত ভাইস চেয়ারম্যান কার্যালয় ভবনে আলোকসজ্জার বাতি জ্বলতে দেখা গিয়েছে। এ বিষয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু বলেন- ‘পৌরসভা
কর্তৃপক্ষ লাইট লাগিয়েছে, তারা খুলে নিয়ে গেলে কার কী বলার আছে?’ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরএম সেলিম শাহনেওয়াজ বলেন- ‘মেয়র লাগিয়েছেন, মেয়র খুলে নিয়ে গেছেন। এখন ওই সব নিয়ে আর কী বলব?’ বিষয়টি জানতে চাইলে পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মনিরুজ্জামান বুলবুল মুঠো ফোনে বলেন- ‘আগামীকাল আসেন, সব বলব।’

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version