Site icon suprovatsatkhira.com

প্রত্যেক অপরাধীকে বিচারের মুখোমুখি হতে হবে : ডিআইজি হাবিবুর রহমান

সমীর রায়, আশাশুনি : খুলনা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান (অতি.) বলেছেন- শান্তি শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধী যে দলের হোক তাকে বিচারের আওতায় আনা হবে। বিপদে পুলিশ বন্ধু হিসেবে আপনাদের পাশেই থাকবে। সকলে নির্ভয়ে দেশ সেবার কাজ করে যান, দেখবেন অচিরেই আমাদের দেশ সুখী, সমৃদ্ধ সোনার বাংলা হিসেবে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। উন্নয়নের অগ্রযাত্রায় প্রতিবন্ধকতা সৃষ্টিকারী সকল অসংগতিকে সবাই না বলুন। মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ নির্মূলে আমাদের সহযোগিতা করে দেশকে সকল অপশক্তির হাত থেকে বাঁচাতে সাহায্য করেন। বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে আশাশুনি থানায় উপস্থিত হয়ে উপজেলার আইন শৃঙ্খলা বিষয় খোঁজ খবর নিয়ে থানা চত্বরে উপস্থিত পুলিশ, সাংবাদিক, গ্রাম পুলিশ ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উদ্দেশে তিনি এ কথা বলেন। উপজেলার সকল গ্রাম পুলিশের কুচকাওয়াজে অভিবাদন গ্রহণকালে তিনি বলেন- এর আগে আপনাদের কোন বেতন ভাতা ছিল না বললেই চলে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বছরে দুইবার নতুন পোশাক ও বেতন ভাতা দ্বিগুণ করেছেন। আপনারা নির্ভয়ে নিজ এলাকার সকল অপরাধীকে চিহ্নিত করে থানা পুলিশকে অবহিত করবেন। প্রত্যেক অপরাধীকে বিচারের মুখোমুখি হতে হবে। কোন সমস্যায় পড়লে আপনারা পুলিশ সুপার, সার্কেল, অফিসার ইনচার্জ এবং আমাকে ফোন দেবেন। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, দেবহাটা সহকারী পুলিশ সুপার ইয়াছিন আলী, থানা অফিসার ইনচার্জ আব্দুস সালাম, ওসি তদন্ত ইমারাত হোসেনসহ থানায় কর্মরত সকল পুলিশ সদস্য । অনুষ্ঠান শেষে অতি. ডিআইজি হাবিবুর রহমান গ্রাম পুলিশের মাঝে পুরস্কার বিতরণ করেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version