Site icon suprovatsatkhira.com

পাইকগাছায় লস্কর প্রাথমিক বিদ্যালয় শ্রেষ্ঠ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় লস্কর সরকারী প্রাথমিক বিদ্যালয় উপজেলার শ্রেষ্ঠ বিদ্যালয় নির্বাচিত হয়েছে। উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী ও প্রতিষ্ঠান যাচাই কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়না ও সচিব ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার মির্জা মিজানুর রহমান স্বাক্ষরিত পত্রে এ তথ্য জানা গেছে। সংশ্লিষ্ট কমিটি একই সঙ্গে উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (পুরুষ-মহিলা), সহকারী প্রধান শিক্ষক সহ শ্রেষ্ঠ সহকারী উপজেলা শিক্ষা অফিসার, বিদ্যোৎসাহী ও কর্মচারী নির্বাচন করেছেন। শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হরিদাশকাঠি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুকুন্দ কুমার নন্দী, মহিলা দেলুটির দারুনমল্লিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক-নিলীমা বাছাড়, শ্রেষ্ঠ সহকারী শিক্ষক লক্ষী খোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মহসীন আজম ও গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা সামছুন্নাহার রুমা। উপজেলা শ্রেষ্ঠ সহকারী শিক্ষা অফিসার ঝংকার ঢালী ও বিদ্যোৎসাহী দেলুটি ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল। কাব শিক্ষক বিষ্ণুপুরের অমরেন্দ্র সরকার ও কর্মচারী নির্বাচিত হয়েছেন সংশ্লিষ্ট দপ্তরের মো: আয়ুব আলী। সংশ্লিষ্ঠ সূত্র জানায়, শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষার ফলাফল, ছাত্র-ছাত্রীদের উপস্থিতি, পোশাক, পরিষ্কার পরিচ্ছন্নতা, ঝড়ে পড়া রোধ, উপকরণের ব্যবহার, দৈনিক সমাবেশ সহ বিভিন্ন বিষয়ে যাচাই কমিটি এ নির্বাচন করে থাকেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version