Site icon suprovatsatkhira.com

পাইকগাছায় বিরোধকে কেন্দ্র করে উত্তেজনা

পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছায় জায়গা জমির বিরোধকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্যসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ-পাল্টা অভিযোগ করেও কোন সুরাহা মিলছে না। এ ঘটনায় এলাকায় শান্তি ভঙ্গের সম্ভাবনা দেখা দিয়েছে। এ জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন, এলাকার শান্তিপ্রিয় জনগণ। ৪জন আইনজীবীর আইনগত মতামতে জানা যায়, উপজেলার গোপালপুর মৌজার সি,এস ৫৩নং খতিয়ানে ২৮২, ২৮৩ সহ ৬টি দাগে ২.২৯ একর জমি রয়েছে। উক্ত সম্পত্তির ৮ আনা অংশের ১.১৪৫ একর সম্পত্তির মালিক থাকেন অহেদ সরদারের ছেলে আব্দুল সরদার। তার মৃত্যুতে একমাত্র ছেলে জাকের সরদার ও কন্যা আয়মান বিবি ওয়ারেশ সূত্রে ৭৬ শতক ও ৩৮ শতক জমি প্রাপ্ত হন। জাকের সরদার তার প্রাপ্য সম্পত্তি হতে স্থানীয় অহেদ আলী বরাবর ১৩ শতক জমি বিক্রি করেন। যা ক্রম হস্তান্তরে তাছের মোড়ল মালিক হন। জাকের সরদারের মৃত্যুর পর তার ছেলে মফিজ উদ্দীন ২১৬/৭২ নং রেজি: কোবলায় ৪১ শতক সম্পত্তি তাছের মোড়ল ও আনসার মোড়ল বরাবর এবং পরে আছির উদ্দীন ও মোকাম গাজী বরাবর ২০ শতক সম্পত্তি বিক্রি করে নিঃস্বত্ত¡বান হন। এলাকার শান্তিপ্রিয় জনগণ বিষয়টি নিরসনের জন্য আইন প্রয়োগকারী সংস্থা সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version