ডিসেম্বর ২৪, ২০১৯
পদ্মপুকুরে রাস্তায় পাথর ঢালাই: পরিধি বাড়ানোর দাবি
শ্যামনগর অফিস: ঘূর্ণিঝড় সিডর, আইলা ও বুলবুলে ক্ষতিগ্রস্থ শ্যামনগরের পদ্মপুকুরে রাস্তার পাথর ঢালাই কাজ এগিয়ে চলেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গিকার গ্রামকে শহরে রুপান্তরের বাস্তবায়ন প্রত্যন্ত অঞ্চল পদ্মপুকুর ইউনিয়নে গড় পদ্মপুকুর গ্রামের ২ কি: মি: রাস্তায় সি সি আই আর বি কাজটি পুরো দমে এগিয়ে চলেছে । গত ২৩ ডিসেম্বর ঢালাই কাজ শুরু হয়। খুলনার মেসার্স মা ট্রেডার্স এর সাইট ইনচার্জ দিদারুল আলম জানান, ১ কিলোমিটার রাস্তার জন্য ১ কোটি ২৩ লক্ষ টাকা বরাদ্ধ পেয়ে তারা সরকারি নীতিমালার আলোকে সিডিউল ভুক্ত কাজ করে যাচ্ছেন। খাল পাড়ের সোল্ডার জিও ভরাটকরণ কাজ ৩ মাস পূর্বে থেকে শুরু করে বর্তমানে পাথর ও রড দিয়ে ঢালাইয়ের কার্যক্রম চলছে। এসও শহিদুল ইসলাম কাজটির দায়িত্ব প্রাপ্ত থেকে সার্বক্ষণিক সহকারী প্রকৌশলী শাকিল মাহমুদ, কর্ম সহকারী সনজিৎ কুমার মন্ডল ও মেসার্স মা ট্রেডার্স এর সাইট ইনচার্জ দিদারুল আলম সহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ কাজটি সার্বক্ষণিক তদারকি করছেন। এ ধরনের কাজটি প্রত্যান্তাঞ্চলে হওয়ায় এলাকা বাসী প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে এর পরিধি বাড়ানোর জন্য দাবি করেছেন। 8,479,592 total views, 1,761 views today |
|
|
|