Site icon suprovatsatkhira.com

নির্যাতনের হাত থেকে রক্ষা পেতে এক বৃদ্ধার সংবাদ সম্মেলন

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় ভাইপোদের জবরদখল করে রাখা নিজেরসহ এক ভাইয়ের জমি ফিরে পাওয়া ও নির্যাতনের হাত থেকে রক্ষা পেতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ ডিসেম্বর) সাতক্ষীরা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করেন জেলা সদরের নারায়নজোল গ্রামের বৃদ্ধা রাইলা খাতুন। লিখিত বক্তব্যে রাইলা খাতুন বলেন, মৃত্যুকালে তার বাবা নারায়নজোল মৌজায় ৬৫ বিঘা জমি ওয়ারিশদের জন্য রেখে যান। বাবার জীবদ্দশায় ছেলেদের অংশের ও তার অংশের জমি ভাগ করে চিহ্নিত দখলে দিয়ে যান। বাবার মৃত্যুর পর তিনি মাত্র দু’ বিঘা জমি ভোগ করেন। তার ভাই রাজ্জাক মারা যাওয়ার পর তার চার ছেলে সোহরাব, আলী সাহেব, সাঈদুল ও আদর আলী তার ও তার নিরীহ ভাই মহসিন সরদারের জমি জবরদখল করার জন্য নানাভাবে ষড়যন্ত্র শুরু করে। তিনি তার ফরায়েজ অংশের দাবিকৃত জমি চাইতে গেলে নানাভাবে অকথ্য ভাষায় গালিগালাজ করে ভাইপো সোহরাব। গত ৪ ডিসেম্বর সকালে বীজ পাতা ফেলার জন্য মহসিনের জায়গায় লাঙ্গল চাষ করতে গেলে সোহরাব ও তার ভাইরাসহ ছোট ভাই রুস্তম বাধা দেয়। লাঙ্গল উঠিয়ে দিয়ে ও কাজের লোকদের তুলে দেয়। তারা আগের জমির দখল মানে না, যেখানে তারা মনে করবে সেখান থেকে তাদের জমি দিতে হবে। এমনিভাবে তারা নিজেদের মত করে একটি আমিন নিয়ে এসে মহসিনের দখলি জমির উপর খোঁটা মেরে যায়।
অত্যাচারী ও জমি জবরদখলকারী ভাইপো সোহরাবসহ চার ভাইপো ও এক ভাই রুস্তমের হামলা ও নির্যাতনের হাত থেকে রক্ষাসহ ভাই মহসিন ও নিজের পৈতৃক জমি সঠিকভাবে বুঝে পেতে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সাতক্ষীরা পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করা হয়।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version