Site icon suprovatsatkhira.com

দেবহাটায় ৪৫ টাকা দরে পেঁয়াজ কিনতে ক্রেতাদের ভিড়

মীর খায়রুল আলম দেবহাটা থেকে: দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরিনের একান্ত প্রচেষ্টায় জেলার প্রথম উপজেলা ভিত্তিক ৪৫টাকা দরে পেঁয়াজ বিক্রি শুরু হয়েছে। সোমবার সকাল ১০টায় উপজেলা চত্বর থেকে টিসিবি’র এ কর্মসূচি উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল গণি ও উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরিন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সাংগঠনিক সম্পাদক শেখ ফারুক হোসেন রতন, পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম সহ আরো অনেকে। উল্লেখ্য যে, সাম্প্রতিক দেশব্যাপী পেঁয়াজের সংকট দেখা দেয়। এতে বাজারে পেঁয়াজের দাম বেড়ে যায়। আর দিশে হারা হয়ে পড়ে সর্বস্তরের ক্রেতারা। এমনকি এই পেঁয়াজ নিয়ে চলে নানা রসিকতাও। উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরিন জানান, সাধারণ মানুষের কথা চিন্তা করে দেশের বাজার স্থিতিশীল রাখতে সরকার বিদেশ থেকে পেঁয়াজ আমদানি করছে। দেশে যে পরিমাণ পেঁয়াজ আছে তা কিছুদিনের মধ্যে বাজার স্বাভাবিক হবে। আর জেলা প্রশাসকের নির্দেশে সরকারি ভাবে ৪৫টাকা দরে পেঁয়াজ বিক্রয় হচ্ছে। সবার কথা চিন্তা করে ব্যক্তি প্রতি ২ কেজি হারে পেঁয়াজ প্রদান করা হচ্ছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version