Site icon suprovatsatkhira.com

দেবহাটায় বেগম রোকেয়া দিবস পালিত

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় রোকেয়া দিবসের র‌্যালি, আলোচনা সভা, মানববন্ধন এবং জয়িতাদের সম্মাননা প্রদান করা হয়েছে। রবিবার (৯ ডিসেম্বর) দুপুর ১২টায় দেবহাটা উপজেলা চত্বর হতে একটি র‌্যালি বাহির হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দেবহাটা কলেজে এসে মানববন্ধনে মিলিত হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীনের সভাপতিত্বে এবং মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সাংগঠনিক সম্পাদক শেখ ফারুক হোসেন রতন, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হাই রকেট। এ সময় উপস্থিত ছিলেন অধ্যক্ষ আনিছুর রহিম কালাম, শিক্ষক এনামুল হক, চন্দ্রকান্ত মল্লিক, আব্দুর রব লিটু, নির্মল কুমার মন্ডল, আশার আলোর নির্বাহী পরিচালক আবু আব্দুল্লাহ আল আজাদ, শিক্ষক আব্দুর রফিক, সূতিকা রানি সরকার, আব্দুল গণি, শাহাজান আলী, আনিছুর রহমান, আকবার আলী, মোনাজাত আলী প্রমুখ। অনুষ্ঠানে বেগম রোকেয়ার নারী জাগরণের পটভূমি, নারী স্বাবলম্বী ও নারী ক্ষমতায়ণের উপর বিভিন্ন আলোচনা করা হয়। এছাড়া অর্থনৈতিক সাফল্য অর্জনকারী নারী হিসাবে মাধবী রানী, শিক্ষা ও চাকুরির ক্ষেত্রে সাফল্য অর্জনকারী আছমা পারভীন, সফল জননী জোহরা খাতুন, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নব উদ্যমে জীবন শুরু করায় কোহিনুর বেগম এবং সমাজের উন্নয়নে অসামান্য অবদান রাখায় রিংকু রানীকে শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা ও সনদ প্রদান করা হয়।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version