Site icon suprovatsatkhira.com

ঝাউডাঙ্গা কামারবায়সায় পুকুরে বিলীন হচ্ছে রাস্তা

ঝাউডাঙ্গা প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা – বালিয়াডাঙ্গা প্রধান সড়কের উত্তর কামার বায়সার রাস্তা ভেঙে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী সহ পথচারীরা । রাস্তা ঘেঁষে খনন করা পুকুরের কারণেই এমন ঘটনা ঘটছে বললেন সংশ্লিষ্টরা। পুকুর সংলগ্ন রাস্তার ধারে প্রতিরক্ষা মূলক দেওয়াল নির্মাণের মাধ্যমে স্থায়ীভাবে ভাঙা স্থানগুলো সংস্কারের দাবি করেছেন তারা। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সরজমিনে গিয়ে দেখা যায়, সদর উপজেলার উত্তর কামার বায়সার চলাচলের একমাত্র রাস্তা দিয়ে প্রতিদিন কোমলমতি শিশু, শিক্ষক-শিক্ষার্থী, ব্যবসায়ী সহ হাজারও মানুষ আসা-যাওয়া করে। প্রতি নিয়ত দুর্ঘটনা শিকার হচ্ছে পথচারী। রাস্তা ভেঙে পুকুরে চলে গেছে প্রায় ৫০ ভাগ। সংশ্লিষ্ট ব্যক্তিদের দাবি, পুকুর মালিক দীন আলী পুকুর খননের সময় বিধি অনুযায়ী যতটুকু পাড় রাখার কথা, ততটুকু না রাখাতেই রাস্তা ভেঙে ব্যাপক ক্ষতি হচ্ছে। যার মাসুল গুনতে হচ্ছে এলাকা বাসীকে। তবে যে কারণেই রাস্তার ক্ষতি হোক কর্তৃপক্ষ খুব দ্রæত রাস্তাটি সংস্কার করার উদ্যোগ গ্রহণ করবেন এমনটাই প্রত্যাশা করেন এলাকাবাসী।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version