ডিসেম্বর ২৯, ২০১৯
গভীর রাতে কম্বল নিয়ে শীতার্তদের দ্বারে জেলা প্রশাসক
মো. রাকিবুল ইসলাম: সাতক্ষীরায় শীতার্ত মানুষের শীত নিবারণের জন্য জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল শহরের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে নিজ হাতে কম্বল বিতরণ করেছেন। শনিবার (২৮ ডিসেম্বর) দিবাগত রাত ১১টা থেকে ১২টা পর্যন্ত শহরের তুলনামূলক ভাবে পিছিয়ে পড়া এলাকা সুলতানপুর (কাজীপাড়া বস্তি), বড় বাজার, ইটাগাছা হাটের মোড়সহ উন্মুক্ত জায়গায় অবস্থানরত ছিন্নমূল মানুষের মধ্যে এসব কম্বল বিতরণ করেন। এ সময় তার সাথে ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ চৌধুরী, নির্বাহী ম্যাজিস্ট্রেট ইন্দ্রজিৎ সাহা ও জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। বড় বাজারের একজন শ্রমজীবী নারী কম্বল পেয়ে আবেগ আপ্লুত হয়ে বলেন, বেশ কয়েদিন ধরে হাড় কাঁপানো শীত পড়ছে। আমার শীত নিবারণ করার মতো তেমন কোন কাপড় ছিল না। জেলা প্রশাসক নিজে এসে কম্বল গায়ে জড়িয়ে দিয়েছেন এর চেয়ে আনন্দের কিছু হতে পারে না। তিনি আরো বলেন, প্রাণ সায়েরের খাদ্য গুদাম এলাকায় আমার ঘর ছিল সেটি ভেঙে দেওয়ার পর আমার কোন থাকার জায়গা নেই। জেলা প্রশাসকের কাছে মাথা গোজার ঠাঁই চাই। তার দাবির প্রেক্ষিতে জেলা প্রশাসক বলেন, আপনাদের থাকার জন্য দ্রæত ব্যবস্থা নেয়া হবে। এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী অফিসারকে দ্রæত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। জেলা প্রশাসক জানান, চলতি শীত মৌসুমে এ পর্যন্ত সাতক্ষীরা জেলায় মোট ৪৩ হাজার কম্বল বরাদ্দ দেওয়া হয়েছে। বরাদ্দকৃত সমুদয় কম্বল জেলার ৭টি উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে ৭৮টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ২টি পৌরসভার মধ্যে স্ব স্ব ইউনিয়ন ও পৌরসভার শীতার্ত মানুষের জন্য বিতরণ করা হয়েছে। শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে আশা করছি আমরা আরো কিছু কম্বল পাব। বিভিন্ন বে-সরকারি সংস্থা আমাদের তহবিলে শীত বস্ত্র দিচ্ছেন। সমাজের বিত্তবানদের শীত বস্ত্র বিতরণের জন্য এগিয়ে আসার আহŸান জানিয়ে তিনি বলেন এ শীতবস্ত্র দেওয়া অব্যাহত থাকবে। 8,479,477 total views, 1,646 views today |
|
|
|