ডেস্ক রিপোর্ট: ‘মাদক, জঙ্গি, সন্ত্রাসকে না বলি’ সুন্দর সাতক্ষীরা গড়ি এই স্লোগানকে সামনে রেখে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভোমরায় নয়া ড্রিংকিং ওয়াটার লক্ষ টাকার ৪ দলীয় নক-আউট ফুটবল টুর্নামেন্ট-২০১৯ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৬ ডিসেম্বর) সদরের ভোমরা ইউনিয়নের পদ্মশাঁখরা কোহিনুর ক্লাবের আয়োজনে এবং খালিদ রোভারেজ প্রা: লিমিটেডের সৌজন্যে পদ্মশাঁখরা কোহিনুর ক্লাব মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়। পদ্মশাঁখরা কোহিনুর ক্লাবের সাবেক সভাপতি মো. বাবর আলী সরদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফুটবল টুর্নামেন্ট-২০১৯ এর ফাইনাল খেলায় বিজয়ী চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,‘খেলা-ধুলা দেহ ও মনের খোরাক জোগায়। যুব সমাজকে মাদকের ছোবল থেকে বিরত রাখতে খেলা ধুলার বিকল্প নেই। এ ধরনের একটি ভাল টুর্নামেন্ট আয়োজনের জন্য ধন্যবাদ জানান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য ও জেলার সেরা করদাতা মো. আল ফেরদাউস আলফা, খেলার প্রধান সমন্বয়কারী ভোমরা ইউপি চেয়ারম্যান মো. ইসরাইল গাজী, জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য ডা. মুনছুর আহমেদ, আলিপুর ইউপি চেয়ারম্যান মো. আব্দুর রউফ, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, খালিদ রোভারেজ প্রা: লিমিটেডের স্বত্বাধিকারী খালিদ হাসান শান্ত, ভোমরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আনারুল ইসলাম গাজী, পদ্মশাঁখরা কোহিনুর ক্লাবের সভাপতি মো. হুমায়ুন কবির (ইন্টু), ভোমরা ট্রান্সপোর্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি মো. কামরুল ইসলাম গাজী, জেলা শ্রমিক লীগের নির্বাহী সদস্য মো. শাহিনুর রহমান শাহীন, বাংলাদেশ স্থল বন্দর শ্রমিক ফেডারেশন ভোমরা স্থলবন্দর শাখার সাধারণ সম্পাদক মো. আজিবুর রহমান আলিম প্রমুখ। নয়া ড্রিংকিং ওয়াটার লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্ট-২০১৯ এর ফাইনাল খেলায় জাতীয় দল, নাইজেরিয়ান ও ঘানার খেলোয়াড়দের সমন্বয়ে তুমুল প্রতিদ্ব›িদ্বতা করে গাংনিয়া সবুজ সংঘ ফুটবল একাদশ বনাম মাস্টার ফুটবল একাদশ সুবর্ণবাদ। প্রথমার্ধের খেলায় গাংনিয়া সবুজ সংঘ ফুটবল একাদশের ১০নং জার্সি পরিহিত খেলোয়াড় নানা ১টি গোল করে দলকে এগিয়ে নেয়। দ্বিতীয়ার্ধের খেলায় উভয় দল প্রতিদ্ব›িদ্বতা করে কোন গোলের দেখা পায়নি। ফলে ১-০ গোলে মাস্টার ফুটবল একাদশ সুবর্ণবাদ কে হারিয়ে গাংনিয়া সবুজ সংঘ ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলার রেফারি ছিলেন সুজিত মুখার্জী চন্দন ও সহকারী রেফারি ছিলেন পিপুল খান এবং আবু অহিদ বাবলু। এসময় নয়া ড্রিংকিং ওয়াটার লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্ট-২০১৯ এর ফাইনাল খেলায় পদ্মশাঁখরা কোহিনুর ক্লাবের মাঠ কানায় কানায় দর্শকের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন মাস্টার আশরাফুর রহমান খোকন ও জুয়েল।
খেলা দেহ ও মনের খোরাক জোগায় এমপি রবি
https://www.facebook.com/dailysuprovatsatkhira/