Site icon suprovatsatkhira.com

কোন রকম দুর্নীতি ও দুর্ব্যবহার বরদাস্ত করা হবে না : সিভিল সার্জন ডা. শেখ আবু শাহিন

সমীর রায় আশাশুনি থেকে : আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বার্ষিক কর্ম সম্পাদনা পুরস্কার বিতরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ ডিসেম্বর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. অরুণ কুমার ব্যাণার্জীর সভাপতিত্বে পুরস্কার বিতরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা সিভিল সার্জন ডা. শেখ আবু শাহিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন। ডা. সাইফুল আলমের উপস্থাপনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডা. সউদ বিন খায়রুল আনাম, স্যানিটারি ইন্সপেক্টর গোলাম মোস্তফা, সিনি. নার্স কল্পনা রানী মÐল, এইচএ মোক্তারুজ্জামান স্বপন প্রমুখ। প্রধান অতিথি বলেন- হাসপাতালে আসা প্রত্যেক রোগীর সাথে ভাল ব্যবহার এবং সার্ধ মত সর্বোচ্চ সেবা প্রদানে তৎপর হতে হবে। কারও সাথে ভাল ব্যবহার করতে তো আর পয়সা লাগে না। কোন রকম দুর্নীতি ও দুর্ব্যবহার বরদাস্ত করা হবে না। অন্যান্য জেলার চেয়ে সাতক্ষীরা জেলার স্বাস্থ্যসেবার মান অনেক ভাল তাই এটাকে আরও এগিয়ে নিতে সকলকে আরও বেশি করে সেবা প্রদান করে যেতে হবে। অনুষ্ঠানে স্বাস্থ্য সহকারী, সিএইচসিপি, স্যাকমো, নার্স, অফিস সহকারী ও ৪র্থ শ্রেণির কর্মচারীদের ২০১৯ সালের কর্ম মূল্যায়ন করে পুরস্কার বিতরণ করা হয়। ২য় শ্রেণি (নার্স) কল্পনা রানী মÐল, স্বপ্না রানী মন্ডল ও নিগার সুলতানা রোজিনা। ৩য় শ্রেণি (স্বাস্থ্য সহকারী) সাইফুল্লাহ কবীর ও আব্দুল মান্নান, সিএইচসিপি রবিউল ইসলাম ও তরিকুল ইসলাম, স্যাকমো এনামুল হক ও ফাহাদ বিন সাদ, অফিস স্টাফের মধ্যে ১ম স্থান রোকনুজ্জামান চৌধুরী, যৌথভাবে ২য় স্থানে জাহিদুল ইসলাম ও আব্দুল খালেক, ৩য় স্থান জাহাঙ্গীর আলম, ৪র্থ শ্রেণির মধ্যে সুকুমার মন্ডল ১ম, যৌথভাবে ২য় আলতাফ হোসেন ও মরিয়ম খাতুন, যৌথভাবে ৩য় স্থান অধিকারী আফরোজা খাতুন ও ধনী বালাসহ প্রত্যেককে ক্রেস্ট প্রদান করা হয়েছে। এছাড়া স্বাস্থ্য বিভাগের প্রচার প্রচারণায় বিশেষ ভূমিকা রাখায় এইচএ মোক্তারুজ্জামান স্বপনকে বিশেষ পুরস্কারে পুরস্কৃত করা হয়েছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version