Site icon suprovatsatkhira.com

কালিগঞ্জে স্বর্ণ ব্যবসায়ী মামলা করে বিপাকে!

ডেস্ক রিপোর্ট: জেলার কালিগঞ্জে স্বর্ণের দোকান লুট পাট ভাঙচুর ও নগদ টাকা লুট পাট করে ক্ষ্যান্ত হয়নি সন্ত্রাসীরা। ক্ষতিগ্রস্ত স্বর্ণ ব্যবসায়ী সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা করায় জীবন নাশের হুমকি দিচ্ছে। মামলার আরজি ও ক্ষতিগ্রস্ত স্বর্ণ ব্যবসায়ী কালিগঞ্জ উপজেলার নারায়পুর গ্রামের শওকত আলী কারিকরের ছেলে শামিম হোসেন জানান, কালিগঞ্জ বাজার খেয়াঘাট সংলগ্ন এলাকায় তার একটি জননী জুয়েলার্স নামক স্বর্ণের দোকান আছে। তিনি গত পাঁচ বছর যাবৎ ব্যবসা পরিচালনা করে আসছেন। এর আগে তার পিতা ৩০ বছর যাবৎ ব্যবসা করেছেন উক্ত দোকানে। কিন্তু উক্ত দোকানে লোলুপ দৃষ্টি পড়ে একই এলাকার মৃত নওয়াব আলীর ছেলে জোহর আলী ও সুজাত আলী, মৃত গহর আলীর ছেলে নিজাম উদ্দিন মোড়ল, জাকির হোসেন, মোশারফ হোসেনের। মামলা করার পর থেকে মামলার আসামিরা তাকেসহ তার পরিবারকে জীবন নাশের হুমকি দিচ্ছে। তাদের ভয়ে এখন তিনি এলাকা ছাড়া। একজন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী হিসেবে যাতে তিনি সুবিচার পান এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version