ডিসেম্বর ২৯, ২০১৯
কালিগঞ্জে শীতার্ত প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন ডা. আফম রুহুল হক এমপি
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার কালিগঞ্জে উপজেলার নলতায় মানবাধিকার জনকল্যাণ ফাউন্ডেশন (এমজেএফ) এর উদ্যোগে সিডিডির সহযোগিতায় হত দরিদ্র ১শ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। একই সাথে ৭ জন শ্রবণ ও দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে আয় বৃদ্ধিমূলক ও ২ জন শ্রবণ দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে নিউট্রিশন সাপোর্ট প্রদান করা হয়েছে। এ উপলক্ষ্যে রোববার (২৯ ডিসেম্বর) নলতা নজির আহমেদ ভবনে আয়োজিত অনুষ্ঠানে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও এমজেএফ এর উপদেষ্টা মো. আনিছুজ্জামান খোকন’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা-০৩ আসনের সাংসদ সদস্য, সাবেক স্বাস্থ্যমন্ত্রী, বাংলাদেশ আ’লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য অধ্যাপক ডা. আফম রহুল হক। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রতিবন্ধী ব্যক্তিরা আমাদের সন্তান, এদেশের নাগরিক। তাদেরকে বোঝা না মনে করে দক্ষ করে গড়ে তুলতে পারলে তারাও মানব সম্পদে পরিণত হবে। বর্তমান উন্নয়ন বান্ধব সরকার জনকল্যাণে কাজ করে চলেছে। দেশে উন্নয়ন ও উৎপাদন বেড়েছে। দেশ এগিয়ে যাচ্ছে উন্নয়নশীল রাষ্ট্রের দিকে। জননেত্রী শেখ হাসিন বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে ব্যাপক কাজ করে চলেছেন। এ সময় উপস্থিতি ছিলেন আ’লীগ নেতা মো. সাইদুর রহমান, সাংবাদিক মো. আব্দুল কুদ্দস (সাহেব), এমজেএফ এর নির্বাহী পরিচালক মো. আজহারুল ইসলাম সহ এমজেএফ এর কর্মকর্তা/কর্মচারীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। 8,479,555 total views, 1,724 views today |
|
|
|