Site icon suprovatsatkhira.com

কালিগঞ্জে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে পানিতে ডুবে অভিমন্যু সরকার (৭৮) নামে এক বৃদ্ধ মৃত্যুবরণ করেছেন। তিনি উপজেলার তারালী ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামের মৃত কৈলাশ সরকারের ছেলে। থানার সহকারী উপ-পরিদর্শক সোহেল রানা জানান, প্রতিদিনের ন্যায় অভিমন্যু সরকার শনিবার রাতে খাবার খেয়ে ঘুমাতে যান। রবিবার (২৯ ডিসেম্বর) সকালে পরিবারের সদস্যরা বাড়ির পার্শ্ববর্তী পুকুরে অভিমন্যু সরকারের ভাসমান মৃতদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরবর্তীতে থানার উপ-পরিদর্শক চিন্ময় মন্ডল ও ফকির জুয়েল রানা’র (পিএসআই) নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে যেয়ে মৃতদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করেন। এ ঘটনায় বৃদ্ধের জামাতা সুকুমার সরদার থানায় অপমৃত্যু মামলা করেছেন। পরিবারের আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই মৃতদেহ সৎকারের জন্য অনুমতি প্রদান করা হয়েছে তিনি জানান।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version