ডিসেম্বর ১৩, ২০১৯
কবিতা সচেতন ও প্রতিবাদী হতে ভূমিকা রাখে কবিতা উৎসবে : এমপি রবি
ডেস্ক রিপোর্ট: ‘মাদকের বিরুদ্ধে কবিতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরায় পঞ্চাদশ কবিতা উৎসব ২০১৯ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় কবিতা পরিষদ’র আয়োজনে সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির পাঠ কক্ষে কবিতা পরিষদের সভাপতি মণ¥য় মনির’র সভাপতিত্বে উদ্বোধক ও প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,‘কবিতা মানুষকে প্রেরণা জোগায় বলে কবিতায় মানুষ আকৃষ্ট হচ্ছে। কবিতা মানুষকে সচেতন ও প্রতিবাদে জাগ্রত করতে শক্তিশালী ভূমিকা রাখে। লেখক ও সাহিত্যিকরা তাদের লেখনীর মাধ্যমে প্রতিবাদ জানায়। লেখক ও সাহিত্যিকদের প্রতিবাদের ভাষাই হল লেখা। গুণীজনদের সম্মান দেওয়া একটি মহৎ কাজ। কবিতা পরিষদকে এমপি রবি ধন্যবাদ জানান গুণীজনদের সম্মাননা দেওয়ার জন্য।’ কবিতা উৎসবে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপ-ভাষা গবেষক অধ্যাপক কাজী মুহম্মদ অলিউল্লাহ, সাহিত্যিক গাজী আজিজুর রহমান, ভারতের কবি স্বরুপ মন্ডল প্রমুখ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কবিতা পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক মোস্তাফিজুর রহমান উজ্জ্বল, প্রধান সমন্বয়ক নিশি কান্ত, কবিতা উৎসবের আহŸায়ক শেখ সিদ্দিকুর রহমান, যুগ্ম আহŸায়ক গুলশান আরা, কবি শুভ্র আহমেদ প্রমুখ। শোক প্রস্তাব পাঠ করেন কবি একোব্বার হোসেন, ঘোষণা পত্র পাঠ করেন সরদার গিয়াস উদ্দিন। কবিতা উৎসবে কবিতা পরিষদ পুরস্কার পেয়েছেন সাংবাদিকতায় অ্যাড. এ.কে.এম শহীদউল্লাহ, কবিতায় কবি গোলাম কিবরিয়া পিনু, কবি সৌহার্দ্য সিরাজ ও কবি উৎপল বাগ। এসময় সাবেক জেলা শিক্ষা অফিসার কিশোরী মোহন সরকার, অধ্যক্ষ আব্দুল হামিদ, কবি স.ম তুহিনসহ অসংখ্য কবি সাহিত্যিকরা উপস্থিত ছিলেন। কবিতা পরিষদের পঞ্চাদশ কবিতা উৎসবে কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি কবি সাহিত্যিকদের মিলন মেলায় পরিণত হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন কবিতা পরিষদের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জ্বল। 8,479,831 total views, 2,000 views today |
|
|
|